আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারে মস্কোর বিধিনিষেধ

  • Update Time : ০৮:১৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 158

আন্তর্জাতিক ডেস্ক

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যুক্তরাষ্ট্রের তৈরি আইফোন মোবাইলসহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার না করার নির্দেশ দিয়েছে রাশিয়া। মার্কিন গুপ্তচরবৃত্তির উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যেকোনো ধরনের আইফোনের ব্যবহার রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।

একটি সরকারি সূত্র জানিয়েছে, আইফোনগুলো আর নিরাপদ বলে বিবেচিত হবে না। এখন এর বিকল্প খুঁজতে হবে।

রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা বিশেষজ্ঞ আন্দ্রে সোলদাটভ বলেন, কর্মকর্তারা সত্যই বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির জন্য তাদের সরঞ্জাম ব্যবহার করতে পারে।

তিনি আরও বলেন, ফেডারেল সিকিউরিটি সার্ভিস দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারের বিষয়ে উদ্বিগ্ন জানিয়ে আসছে। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আইফোন পছন্দ করায় তা আগে নিষিদ্ধ করা সম্ভব হয়নি।

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা রুশ-টেক জানিয়েছে, আইফোন এবং অন্যান্য অ্যাপল পণ্যের ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা অনুসরণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অফিস-আদালতে আইফোন মোবাইল, আইপ্যাড, ট্যাবলেটসহ অন্যান্য অ্যাপল ডিভাইসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা থেকে এটা প্রমাণ হয় যে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস মার্কিন গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তির ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

তবে ব্যক্তিগত কাজে আইফোন ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :

Please Share This Post in Your Social Media


আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারে মস্কোর বিধিনিষেধ

Update Time : ০৮:১৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যুক্তরাষ্ট্রের তৈরি আইফোন মোবাইলসহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার না করার নির্দেশ দিয়েছে রাশিয়া। মার্কিন গুপ্তচরবৃত্তির উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যেকোনো ধরনের আইফোনের ব্যবহার রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।

একটি সরকারি সূত্র জানিয়েছে, আইফোনগুলো আর নিরাপদ বলে বিবেচিত হবে না। এখন এর বিকল্প খুঁজতে হবে।

রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা বিশেষজ্ঞ আন্দ্রে সোলদাটভ বলেন, কর্মকর্তারা সত্যই বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির জন্য তাদের সরঞ্জাম ব্যবহার করতে পারে।

তিনি আরও বলেন, ফেডারেল সিকিউরিটি সার্ভিস দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারের বিষয়ে উদ্বিগ্ন জানিয়ে আসছে। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আইফোন পছন্দ করায় তা আগে নিষিদ্ধ করা সম্ভব হয়নি।

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা রুশ-টেক জানিয়েছে, আইফোন এবং অন্যান্য অ্যাপল পণ্যের ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা অনুসরণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অফিস-আদালতে আইফোন মোবাইল, আইপ্যাড, ট্যাবলেটসহ অন্যান্য অ্যাপল ডিভাইসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা থেকে এটা প্রমাণ হয় যে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস মার্কিন গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তির ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

তবে ব্যক্তিগত কাজে আইফোন ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছে সংস্থাটি।