মার্কিন থিঙ্ক ট্যাংকের বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ

  • Update Time : ০৯:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / 129

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন থিঙ্ক ট্যাংকের বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ
আমেরিকান থিঙ্ক ট্যাংকের এক নেতার বিরুদ্ধে চীনের অনিবন্ধিত এজেন্ট হিসাবে কাজ করার পাশাপাশি অস্ত্র এবং ইরানের তেল বিক্রির দালালি করার অভিযোগ এনেছেন নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা।

সোমবার ম্যানহাটন ফেডারেল আদালতে এমন অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটাররা জানান, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের নাগরিক গ্যাল লুফট ২০১৬ সালে চীনা প্রতিপক্ষের হয়ে আমেরিকার এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে অর্থ প্রদান করেছেন, তা দেশটির আইনে অপরাধ।

ফেডারেল প্রসিকিউটাররা দাবি করেছেন, চীনের কিছু নীতির প্রতি জনসম্মুখে সাফাই গাইতে এবং সমর্থন দিতে ওই সরকারি কর্মকর্তাকে অর্থ প্রদান করেছেন ৫৭ বছরের গ্যাল লুফট। এই কাজ করার জন্য তার কোন ধরনের অনুমতি নেই। ফলে লুফট অপরাধ করেছেন।

শুধু তাই নয় গ্যাল লুফট চীন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং কেনিয়ার গ্রাহকদের সাথে অস্ত্র বিক্রির দালালি করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। যদিও লুফটের এক সহযোগি এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

ম্যানহাটনের সরকারি কৌসুলিরা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার নাম প্রকাশ করেননি। তবে জানা গেছে, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। কৌসুলিরা আরও জানান, গ্যাল লুফট বর্তমান পলাতক বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশ করা এই কর্মকর্তার পক্ষে বিবৃতির খসড়া লিখে দিতেন গ্যাল লুফট। যা পরবর্তীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চীনা গণমাধ্যমে পাঠানো হতো।

গ্যাল লুফট ইনস্টিটিউট ফর দ্য অ্যানালাইসিস অফ গ্লোবাল সিকিউরিটির সহ-পরিচালক। তিনি নিজেকের মার্কিন নিরাপত্তা ও জ্বালানির উপদেশক হিসাবে বর্ণনা করতেন। এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট জানাচ্ছে, সিআইএ’র সাবেক এক পরিচালকও তাদের উপদেষ্টা কাজ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


মার্কিন থিঙ্ক ট্যাংকের বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ

Update Time : ০৯:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন থিঙ্ক ট্যাংকের বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ
আমেরিকান থিঙ্ক ট্যাংকের এক নেতার বিরুদ্ধে চীনের অনিবন্ধিত এজেন্ট হিসাবে কাজ করার পাশাপাশি অস্ত্র এবং ইরানের তেল বিক্রির দালালি করার অভিযোগ এনেছেন নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা।

সোমবার ম্যানহাটন ফেডারেল আদালতে এমন অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটাররা জানান, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের নাগরিক গ্যাল লুফট ২০১৬ সালে চীনা প্রতিপক্ষের হয়ে আমেরিকার এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে অর্থ প্রদান করেছেন, তা দেশটির আইনে অপরাধ।

ফেডারেল প্রসিকিউটাররা দাবি করেছেন, চীনের কিছু নীতির প্রতি জনসম্মুখে সাফাই গাইতে এবং সমর্থন দিতে ওই সরকারি কর্মকর্তাকে অর্থ প্রদান করেছেন ৫৭ বছরের গ্যাল লুফট। এই কাজ করার জন্য তার কোন ধরনের অনুমতি নেই। ফলে লুফট অপরাধ করেছেন।

শুধু তাই নয় গ্যাল লুফট চীন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং কেনিয়ার গ্রাহকদের সাথে অস্ত্র বিক্রির দালালি করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। যদিও লুফটের এক সহযোগি এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

ম্যানহাটনের সরকারি কৌসুলিরা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার নাম প্রকাশ করেননি। তবে জানা গেছে, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। কৌসুলিরা আরও জানান, গ্যাল লুফট বর্তমান পলাতক বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশ করা এই কর্মকর্তার পক্ষে বিবৃতির খসড়া লিখে দিতেন গ্যাল লুফট। যা পরবর্তীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চীনা গণমাধ্যমে পাঠানো হতো।

গ্যাল লুফট ইনস্টিটিউট ফর দ্য অ্যানালাইসিস অফ গ্লোবাল সিকিউরিটির সহ-পরিচালক। তিনি নিজেকের মার্কিন নিরাপত্তা ও জ্বালানির উপদেশক হিসাবে বর্ণনা করতেন। এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট জানাচ্ছে, সিআইএ’র সাবেক এক পরিচালকও তাদের উপদেষ্টা কাজ করেন।