ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবার প্রকাশ্যে শীর্ষ রুশ জেনারেল

  • Update Time : ০৯:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / 118

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবার প্রকাশ্যে শীর্ষ রুশ জেনারেল
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের প্রায় দুই সপ্তাহ পর প্রথমবারের মতো দেশটির শীর্ষ জেনারেল, চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে জনসম্মুখে দেখা গেছে।

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার জেনারেল গেরাসিমভ একটি সামরিক বৈঠকে অংশ নেন। প্রকাশিত একটি ভিডিওতে তাকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার নির্দেশ দিতে দেখা গেছে।

গেরাসিমভকে রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফদের প্রধান এবং ইউক্রেনের মস্কো বাহিনীর কমান্ডার হিসেবে উল্লেখ করেছে ক্রেমলিন। ২৪ জুনের ওয়াগনার বিদ্রোহের আগেও তিনি একই পদে ছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে ৬৭ বছর বয়সী গেরাসিমভকে রাশিয়ার শীর্ষ জেনারেলদের নিয়ে বৈঠক করতে দেখা গেছে। বৈঠকে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) কর্মকর্তরাও উপস্থিত ছিলেন। এসময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীকে একাধিক নির্দেশনা দিয়েছেন এ শীর্ষ জেনারেল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রকাশিত ভিডিও ফুটেজ এটি প্রমাণ করে যে, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বরখাস্তের দাবির পরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার গুরুত্বপূর্ণ দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে এখনও তাদের পদে বহাল রেখেছেন। তারা হলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং শীর্ষ জেনালের গেরাসিমভ।

এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার দুই শীর্ষ সামরিক নেতার বিরুদ্ধে বিদ্রোহের পাঁচ দিন পরই বিদ্রোহী ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকে প্রিগোজিন রুশ নেতার আনুগত্য স্বীকার করে দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালানোর অঙ্গীকারও করেছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবার প্রকাশ্যে শীর্ষ রুশ জেনারেল

Update Time : ০৯:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবার প্রকাশ্যে শীর্ষ রুশ জেনারেল
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের প্রায় দুই সপ্তাহ পর প্রথমবারের মতো দেশটির শীর্ষ জেনারেল, চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে জনসম্মুখে দেখা গেছে।

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার জেনারেল গেরাসিমভ একটি সামরিক বৈঠকে অংশ নেন। প্রকাশিত একটি ভিডিওতে তাকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার নির্দেশ দিতে দেখা গেছে।

গেরাসিমভকে রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফদের প্রধান এবং ইউক্রেনের মস্কো বাহিনীর কমান্ডার হিসেবে উল্লেখ করেছে ক্রেমলিন। ২৪ জুনের ওয়াগনার বিদ্রোহের আগেও তিনি একই পদে ছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে ৬৭ বছর বয়সী গেরাসিমভকে রাশিয়ার শীর্ষ জেনারেলদের নিয়ে বৈঠক করতে দেখা গেছে। বৈঠকে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) কর্মকর্তরাও উপস্থিত ছিলেন। এসময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীকে একাধিক নির্দেশনা দিয়েছেন এ শীর্ষ জেনারেল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রকাশিত ভিডিও ফুটেজ এটি প্রমাণ করে যে, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বরখাস্তের দাবির পরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার গুরুত্বপূর্ণ দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে এখনও তাদের পদে বহাল রেখেছেন। তারা হলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং শীর্ষ জেনালের গেরাসিমভ।

এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার দুই শীর্ষ সামরিক নেতার বিরুদ্ধে বিদ্রোহের পাঁচ দিন পরই বিদ্রোহী ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকে প্রিগোজিন রুশ নেতার আনুগত্য স্বীকার করে দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালানোর অঙ্গীকারও করেছিলেন।