৪ বছর পরে কোমা থেকে ফিরে করোনার খবর শুনে অবাক!

  • Update Time : ০১:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / 141

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদির এক নাগরিক প্রায় ৪ বছর কোমায় থাকার পরে সুস্থ হয়ে ওঠেন তখন তাকে কোভিড-১৯ মহামারি সম্পর্কে জানানো হলে তিনি একদমই অবাক হয়ে যান। তিনি বলেন, এই খবর তিনি কখনও শোনেননি এবং বুঝতেও পারেননি।

গালফ নিউজ জানায়, ফারেস আবু বাতিন চার বছর ধরে কোমায় ছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বর তিনি এবং তার দুই ভাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পরেন। ওই দুর্ঘটনায় তার দুই ভাই নিহত হলেও তিনি বেঁচে যান। তবে চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত তিনি কোমায় বা অজ্ঞান অবস্থায় ছিলেন।

আল আরাবিয়া টিভির সাথে একটি সাক্ষাত্কারের বাতিন বলেন, জেগে ওঠার পর অনেক ঘটনায় আমি অবাক হয়েছিলাম, যার মধ্যে অন্যতম ছিল কোভিড-১৯ মহামারি। অনেকে আমাকে কোভিড-১৯ বা করোনা মহামারি সম্পর্কে বলে। আমি এ সম্পর্কে প্রথমে বুঝতে পারিনি, পরে ইউটিউব থেকে মহামারি সম্পর্কে জানি। আমি দেশের উন্নয়ন দেখেও রোমাঞ্চিত হয়েছিলাম।

তিনি বলেন, তিনি কোমা থেকে জেগে ওঠার পর প্রথমই একটি কোরআন শরীফ চেয়েছিলেন। আমি খুবই আনন্দিত হয়েছিলাম যখন শুনলাম আমার স্ত্রী চাকরি খুঁজে পেয়েছেন এবং আমার অনুপস্থিতিতে একা সন্তানদের লালন-পালন করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


৪ বছর পরে কোমা থেকে ফিরে করোনার খবর শুনে অবাক!

Update Time : ০১:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদির এক নাগরিক প্রায় ৪ বছর কোমায় থাকার পরে সুস্থ হয়ে ওঠেন তখন তাকে কোভিড-১৯ মহামারি সম্পর্কে জানানো হলে তিনি একদমই অবাক হয়ে যান। তিনি বলেন, এই খবর তিনি কখনও শোনেননি এবং বুঝতেও পারেননি।

গালফ নিউজ জানায়, ফারেস আবু বাতিন চার বছর ধরে কোমায় ছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বর তিনি এবং তার দুই ভাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পরেন। ওই দুর্ঘটনায় তার দুই ভাই নিহত হলেও তিনি বেঁচে যান। তবে চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত তিনি কোমায় বা অজ্ঞান অবস্থায় ছিলেন।

আল আরাবিয়া টিভির সাথে একটি সাক্ষাত্কারের বাতিন বলেন, জেগে ওঠার পর অনেক ঘটনায় আমি অবাক হয়েছিলাম, যার মধ্যে অন্যতম ছিল কোভিড-১৯ মহামারি। অনেকে আমাকে কোভিড-১৯ বা করোনা মহামারি সম্পর্কে বলে। আমি এ সম্পর্কে প্রথমে বুঝতে পারিনি, পরে ইউটিউব থেকে মহামারি সম্পর্কে জানি। আমি দেশের উন্নয়ন দেখেও রোমাঞ্চিত হয়েছিলাম।

তিনি বলেন, তিনি কোমা থেকে জেগে ওঠার পর প্রথমই একটি কোরআন শরীফ চেয়েছিলেন। আমি খুবই আনন্দিত হয়েছিলাম যখন শুনলাম আমার স্ত্রী চাকরি খুঁজে পেয়েছেন এবং আমার অনুপস্থিতিতে একা সন্তানদের লালন-পালন করছেন।