পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া

  • Update Time : ০৮:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 142

আন্তর্জাতিক ডেস্কঃ

পরমাণু অস্ত্র সীমিত রাখতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পরমাণু অস্ত্র চুক্তি বাতিল ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন এই চুক্তি বাতিলের ঘোষণা দেন। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের একদিন পর দেশটির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি বাতিল করার দিল মস্কো। পরমাণু অস্ত্র সীমিত রাখতে ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ নামে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, বিশ্বের মোট পরমাণু অস্ত্রের ৯৫ শতাংশই মজুত আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে।

পুতিন বলেন, ‘আমি বলতে চাই রাশিয়া এ চুক্তিতে (পরমাণু অস্ত্র) নিজেদের অংশগ্রহণ স্থগিত করছে’। ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলাম। কিন্তু আমাদের পেছনে ভিন্ন পরিকল্পনা করা হয়েছে’। পুতিনের দাবি, ‘তারা যুদ্ধ শুরু করেছে। আমরা আমাদের সেনাদের দিয়ে তা থামানোর চেষ্টা করছি’।

একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পুতিনের অভিযোগ, রাশিয়াকে পরাস্ত করতে নোংরা খেলায় মেতে উঠেছে পশ্চিমারা। স্বার্থের জন্য তারা যেকোনো কিছু করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে লড়তে তারা সন্ত্রাসী, নাৎসি এমনকি প্রয়োজনে শয়তানকেও লেলিয়ে দিতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media


পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া

Update Time : ০৮:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

পরমাণু অস্ত্র সীমিত রাখতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পরমাণু অস্ত্র চুক্তি বাতিল ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন এই চুক্তি বাতিলের ঘোষণা দেন। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের একদিন পর দেশটির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি বাতিল করার দিল মস্কো। পরমাণু অস্ত্র সীমিত রাখতে ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ নামে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, বিশ্বের মোট পরমাণু অস্ত্রের ৯৫ শতাংশই মজুত আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে।

পুতিন বলেন, ‘আমি বলতে চাই রাশিয়া এ চুক্তিতে (পরমাণু অস্ত্র) নিজেদের অংশগ্রহণ স্থগিত করছে’। ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলাম। কিন্তু আমাদের পেছনে ভিন্ন পরিকল্পনা করা হয়েছে’। পুতিনের দাবি, ‘তারা যুদ্ধ শুরু করেছে। আমরা আমাদের সেনাদের দিয়ে তা থামানোর চেষ্টা করছি’।

একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পুতিনের অভিযোগ, রাশিয়াকে পরাস্ত করতে নোংরা খেলায় মেতে উঠেছে পশ্চিমারা। স্বার্থের জন্য তারা যেকোনো কিছু করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে লড়তে তারা সন্ত্রাসী, নাৎসি এমনকি প্রয়োজনে শয়তানকেও লেলিয়ে দিতে পারে।