৯৩তম জন্মদিনে বিয়ে করলেন চন্দ্রবিজয়ী এডউইন অলড্রিন

  • Update Time : ১১:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 128

আন্তর্জাতিক ডেস্কঃ 

চাঁদের বুকে মানুষের পায়ের চাপ এঁকে দিয়ে চিরদিনের জন্য ইতিহাসে স্থায়ী হয়ে আছেন নভোচারী এডউইন বাজ অলড্রিন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকাকে। খবর এপি।

এক ফেসবুক ঘোষণায় তিনি জানান, লস অ্যাঞ্জেলসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘দীর্ঘদিনের প্রেম’কে পরিণয়ে রূপ দিয়েছেন।

নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদের পৃষ্ঠে পা রেখেছিলেন এডউইন। গত শুক্রবার (২০ জানুয়ারি) ছিল তার ৯৩তম জন্মদিন। এ দিনের সাবেক নভোচারী শুভ কাজ সম্পন্ন করেন।

তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমার দীর্ঘদিনের প্রেম ও সঙ্গী ড. আনকা ভি ফাউরকে বিয়ে করেছি। আমরা লস অ্যাঞ্জেলসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছি।

নিজেকে ‘ঘর পালানো কিশোরদের মতোই উত্তেজিত’ বলেও উল্লেখ করেন এডউইন।

ছবিসব নিজের ব্যক্তিগত আনন্দের মুহূর্ত শেয়ার করেন এই চন্দ্রবিজয়ী। সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। লাইক ও ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দেন শুভানুধ্যায়ীরা।

১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো ১১-এর নভোচারী আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের পৃষ্ঠে পা রাখেন। তাদের সঙ্গে থাকা মাইকেল কলিন্স মহাকাশযান থেকে পুরো অভিযান পরিচালনা করেন

Tag :

Please Share This Post in Your Social Media


৯৩তম জন্মদিনে বিয়ে করলেন চন্দ্রবিজয়ী এডউইন অলড্রিন

Update Time : ১১:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ 

চাঁদের বুকে মানুষের পায়ের চাপ এঁকে দিয়ে চিরদিনের জন্য ইতিহাসে স্থায়ী হয়ে আছেন নভোচারী এডউইন বাজ অলড্রিন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকাকে। খবর এপি।

এক ফেসবুক ঘোষণায় তিনি জানান, লস অ্যাঞ্জেলসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘দীর্ঘদিনের প্রেম’কে পরিণয়ে রূপ দিয়েছেন।

নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদের পৃষ্ঠে পা রেখেছিলেন এডউইন। গত শুক্রবার (২০ জানুয়ারি) ছিল তার ৯৩তম জন্মদিন। এ দিনের সাবেক নভোচারী শুভ কাজ সম্পন্ন করেন।

তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমার দীর্ঘদিনের প্রেম ও সঙ্গী ড. আনকা ভি ফাউরকে বিয়ে করেছি। আমরা লস অ্যাঞ্জেলসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছি।

নিজেকে ‘ঘর পালানো কিশোরদের মতোই উত্তেজিত’ বলেও উল্লেখ করেন এডউইন।

ছবিসব নিজের ব্যক্তিগত আনন্দের মুহূর্ত শেয়ার করেন এই চন্দ্রবিজয়ী। সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। লাইক ও ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দেন শুভানুধ্যায়ীরা।

১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো ১১-এর নভোচারী আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের পৃষ্ঠে পা রাখেন। তাদের সঙ্গে থাকা মাইকেল কলিন্স মহাকাশযান থেকে পুরো অভিযান পরিচালনা করেন