ইউক্রেনে সিরিজ রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিপ্রোতে নিহত ১২

  • Update Time : ১১:১৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 165

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে আবারও সিরিজ ক্ষেপণাত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৪ জন। শনিবার দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বেশিরভাগ হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির নিপ্রো শহরের ৯তলা একটি ভবনে আঘাত হানে রুশ ক্ষেণাস্ত্র। এই হামলায় অন্তত ১২ জন নিহত হন। তীব্র শীত উপেক্ষা করেই রাতের বেলায় ইউক্রেনের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যান। এই হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, ‘নিপ্রোর ওই ভবনটি থেকে ৩৭ জন আটকেপড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।’

কেবল নিপ্রো নয়, রাশিয়ার এই সিরিজ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরের গুরত্বপূর্ণ অবকাঠামো।

পশ্চিমে লভিভ থেকে উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণ-পূর্বে জাপরিঝিয়া এবং নিপ্রো, দক্ষিণে মাইকোলাইভ এবং উত্তর-পূর্বে খারকিভ পর্যন্ত সবখানেই মিসাইল এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “আমরা প্রতিটি মানুষের জন্য, প্রতিটি জীবনের জন্য লড়াই করছি।”

সূত্র: রয়টার্স, সিএনএন

Tag :

Please Share This Post in Your Social Media


ইউক্রেনে সিরিজ রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিপ্রোতে নিহত ১২

Update Time : ১১:১৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে আবারও সিরিজ ক্ষেপণাত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৪ জন। শনিবার দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বেশিরভাগ হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির নিপ্রো শহরের ৯তলা একটি ভবনে আঘাত হানে রুশ ক্ষেণাস্ত্র। এই হামলায় অন্তত ১২ জন নিহত হন। তীব্র শীত উপেক্ষা করেই রাতের বেলায় ইউক্রেনের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যান। এই হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, ‘নিপ্রোর ওই ভবনটি থেকে ৩৭ জন আটকেপড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।’

কেবল নিপ্রো নয়, রাশিয়ার এই সিরিজ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরের গুরত্বপূর্ণ অবকাঠামো।

পশ্চিমে লভিভ থেকে উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণ-পূর্বে জাপরিঝিয়া এবং নিপ্রো, দক্ষিণে মাইকোলাইভ এবং উত্তর-পূর্বে খারকিভ পর্যন্ত সবখানেই মিসাইল এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “আমরা প্রতিটি মানুষের জন্য, প্রতিটি জীবনের জন্য লড়াই করছি।”

সূত্র: রয়টার্স, সিএনএন