থাইল্যান্ডে ডে-কেয়ারে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩৪

  • Update Time : ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 188

আন্তর্জাতিক ডেস্কঃ

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে শিশুদের ডে-কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে ৩৪ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার ওই ঘটনায় নিহতদের ২২ জনই শিশু।

স্থানীয় পুলিশ মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলাকারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তিনি হামলা চালানোর পরই আত্মহত্যা করেছেন। তবে পুলিশের বিবৃতিতে বন্দুকধারীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এর আগে একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সমস্ত সংস্থাকে ব্যবস্থা নিতে এবং অপরাধীকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

থাইল্যান্ডে এ ধরনের ব্যাপক গোলাগুলির ঘটনা খুবই বিরল। তবে ২০২০ সালে সম্পতি সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষুদ্ধ এক সৈনিক ৪টি স্থানে হত্যাযজ্ঞ চালায়। তার হামলায় ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media


থাইল্যান্ডে ডে-কেয়ারে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩৪

Update Time : ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে শিশুদের ডে-কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে ৩৪ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার ওই ঘটনায় নিহতদের ২২ জনই শিশু।

স্থানীয় পুলিশ মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলাকারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তিনি হামলা চালানোর পরই আত্মহত্যা করেছেন। তবে পুলিশের বিবৃতিতে বন্দুকধারীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এর আগে একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সমস্ত সংস্থাকে ব্যবস্থা নিতে এবং অপরাধীকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

থাইল্যান্ডে এ ধরনের ব্যাপক গোলাগুলির ঘটনা খুবই বিরল। তবে ২০২০ সালে সম্পতি সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষুদ্ধ এক সৈনিক ৪টি স্থানে হত্যাযজ্ঞ চালায়। তার হামলায় ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিল।