ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমাবে রাশিয়া

  • Update Time : ১০:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / 180

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়া ইউরোপের সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম–১ দিয়ে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেবে। বুধবার থেকেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রুশ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গ্যাজপ্রম’ ও নর্ডস্ট্রিম কর্তৃপক্ষ।

তারা জানায়, বুধবার থেকে সরবরাহ কমিয়ে ২০ শতাংশে আনা হবে।

এদিকে, রাশিয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে জার্মানি। তাদের অভিযোগ, পাইপলাইন মেরামত নয়, গ্যাস নিয়ে পুতিন ইউরোপের সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছেন।

জ্বালানি সংকটে নাকাল জার্মানিসহ পুরো ইউরোপ। এমনকি ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে বদল হচ্ছে রাশিয়া থেকে আসা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নর্দস্ট্রিম ১ এর গতিপ্রকৃতিও।

রক্ষণাবেক্ষণের পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করার এক সপ্তাহ না যেতেই বুধবার থেকে আবারও পাইপলাইন মেরামত, টারবাইন বদল ও রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ ৪০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও গ্যাস সংকট চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়টি স্বীকার করে নর্ডস্ট্রিম কর্তৃপক্ষ জানায়, গ্যাস পাইপলাইনটির দুটি টারবাইনের একটিতে ত্রুটি ধরা পড়ায় গ্যাসের নিয়মিত সরবরাহ কমিয়ে আনা হয়েছে।
সূত্র: বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media


ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমাবে রাশিয়া

Update Time : ১০:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়া ইউরোপের সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম–১ দিয়ে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেবে। বুধবার থেকেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রুশ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গ্যাজপ্রম’ ও নর্ডস্ট্রিম কর্তৃপক্ষ।

তারা জানায়, বুধবার থেকে সরবরাহ কমিয়ে ২০ শতাংশে আনা হবে।

এদিকে, রাশিয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে জার্মানি। তাদের অভিযোগ, পাইপলাইন মেরামত নয়, গ্যাস নিয়ে পুতিন ইউরোপের সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছেন।

জ্বালানি সংকটে নাকাল জার্মানিসহ পুরো ইউরোপ। এমনকি ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে বদল হচ্ছে রাশিয়া থেকে আসা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নর্দস্ট্রিম ১ এর গতিপ্রকৃতিও।

রক্ষণাবেক্ষণের পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করার এক সপ্তাহ না যেতেই বুধবার থেকে আবারও পাইপলাইন মেরামত, টারবাইন বদল ও রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ ৪০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও গ্যাস সংকট চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়টি স্বীকার করে নর্ডস্ট্রিম কর্তৃপক্ষ জানায়, গ্যাস পাইপলাইনটির দুটি টারবাইনের একটিতে ত্রুটি ধরা পড়ায় গ্যাসের নিয়মিত সরবরাহ কমিয়ে আনা হয়েছে।
সূত্র: বিবিসি