ইরানকে ঠেকাতে চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল

  • Update Time : ১২:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • / 184

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। দুই দেশ তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে একসঙ্গে কাজের বিষয়ে মত দিয়েছেন।

বৃহস্পতিবার বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই দেশের নেতা। এর আগে বুধবার ইসরায়েলে পৌঁছান বাইডেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে ‘জাতীয় শক্তির সম্ভাব্য সব বিষয়’ ব্যবহার করবে ওয়াশিংটন। একই সঙ্গে চুক্তির শর্ত মেনে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের মধ্যপ্রাচ্য সফর করছেন জো বাইডেন।

ইয়ার লাপিদ বলেন, “ইরানের হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে। ইরানের ওপর বিশ্বশক্তি প্রয়োগের মাধ্যমেই দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিহত করা সম্ভব হবে।”

অন্যদিকে বাইডেন বলেন, “পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে ইরানকে ফেরাতে সবচেয়ে ভালো কৌশল হতে পারে কূটনীতি।”

বাইডেন-লাপিদের যৌথ বিবৃতিতে অঞ্চলটিতে শান্তি ফেরাতে দুই রাষ্ট্র গঠনকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। তবে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন নীতি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি বাইডেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ইরানকে ঠেকাতে চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Update Time : ১২:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। দুই দেশ তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে একসঙ্গে কাজের বিষয়ে মত দিয়েছেন।

বৃহস্পতিবার বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই দেশের নেতা। এর আগে বুধবার ইসরায়েলে পৌঁছান বাইডেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে ‘জাতীয় শক্তির সম্ভাব্য সব বিষয়’ ব্যবহার করবে ওয়াশিংটন। একই সঙ্গে চুক্তির শর্ত মেনে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের মধ্যপ্রাচ্য সফর করছেন জো বাইডেন।

ইয়ার লাপিদ বলেন, “ইরানের হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে। ইরানের ওপর বিশ্বশক্তি প্রয়োগের মাধ্যমেই দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিহত করা সম্ভব হবে।”

অন্যদিকে বাইডেন বলেন, “পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে ইরানকে ফেরাতে সবচেয়ে ভালো কৌশল হতে পারে কূটনীতি।”

বাইডেন-লাপিদের যৌথ বিবৃতিতে অঞ্চলটিতে শান্তি ফেরাতে দুই রাষ্ট্র গঠনকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। তবে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন নীতি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি বাইডেন।