মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

  • Update Time : ১২:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / 133

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারেন, সে জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, মারিওপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় একটি মানবিক করিডর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় খোলা হবে।

এর আগে ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে দেশটির সেনারা আত্মসমর্পণ করলে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছেন রুশ সেনারা। এ যুদ্ধে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় দেশ থেকে পালিয়েছে। ইউক্রেনে রাশিয়া অগ্রসানে ৩৬তম দিন আজ।

Tag :

Please Share This Post in Your Social Media


মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

Update Time : ১২:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারেন, সে জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, মারিওপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় একটি মানবিক করিডর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় খোলা হবে।

এর আগে ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে দেশটির সেনারা আত্মসমর্পণ করলে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছেন রুশ সেনারা। এ যুদ্ধে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় দেশ থেকে পালিয়েছে। ইউক্রেনে রাশিয়া অগ্রসানে ৩৬তম দিন আজ।