চড়া মূল্য দিতে হবে পুতিনকে: বাইডেন

  • Update Time : ১১:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • / 142

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে জয়ী হলেও এই স্বৈরাচারী আচরণের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, ‘যুদ্ধক্ষেত্রে হয়তো তিনি জয়ী হবেন, যে উদ্দেশ্যে এই অভিযানের নির্দেশ তিনি দিয়েছেন, তা হয়তো সফল হবে, কিন্তু এজন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে তাকে।’

রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে ইউক্রেন। এই বিষয়টি নিয়েই দ্বন্দ্ব শুরু হয় দুই প্রতিবেশী দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে ঘোষণা দেয়। এরপরেই তিক্ততা বেড়ে যায় আরও।

যার জেরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সূত্রপাত। দীর্ঘ দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট।

Tag :

Please Share This Post in Your Social Media


চড়া মূল্য দিতে হবে পুতিনকে: বাইডেন

Update Time : ১১:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে জয়ী হলেও এই স্বৈরাচারী আচরণের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, ‘যুদ্ধক্ষেত্রে হয়তো তিনি জয়ী হবেন, যে উদ্দেশ্যে এই অভিযানের নির্দেশ তিনি দিয়েছেন, তা হয়তো সফল হবে, কিন্তু এজন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে তাকে।’

রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে ইউক্রেন। এই বিষয়টি নিয়েই দ্বন্দ্ব শুরু হয় দুই প্রতিবেশী দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে ঘোষণা দেয়। এরপরেই তিক্ততা বেড়ে যায় আরও।

যার জেরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সূত্রপাত। দীর্ঘ দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট।