যুক্তরাজ্যে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস

  • Update Time : ০৪:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 140

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাজ্যের আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস। স্থানীয় সময় আজ শুক্রবার ঘণ্টায় ৯২ মাইল বেগে ঝড়টি আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। খবর বিবিসির।

ইতিমধ্যে লন্ডন এবং ইংল্যান্ডের পূর্ব ও দক্ষিণ-পূর্ব এলাকায় উচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে লাখো মানুষকে।

ঝড়ের সতর্কতা জারির পর স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে সব ধরনের ভ্রমণ বাতিল করেছে ট্রাভেল এজেন্সিগুলো।

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ডুডলির তাণ্ডবের এক সপ্তাহের মাথায় ঘূর্ণিঝড় ইউনিস আঘাত হানতে যাচ্ছে। ডেভন, কর্নওয়াল, সামারসেট ও সাউথ ওয়েলসের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লন্ডন এবং ইংল্যান্ডের পূর্ব ও দক্ষিণ-পূর্ব এলাকায়ও জারি হয়েছে উচ্চ বিপৎসংকেত।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে। যুক্তরাজ্যে আবহাওয়া দপ্তরের উচ্চ সতর্কতা জারির ঘটনা বিরল। ঘূর্ণিঝড়ের কারণে ঘরের ছাদ বাতাসে উড়ে যেতে পারে, গাছপালা শিকড়সহ উপড়ে পড়তে পারে এবং বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিজ নিজ ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। সম্ভব হলে গাছপালা ও দেয়াল থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউনিসকে গত তিন দশকে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


যুক্তরাজ্যে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস

Update Time : ০৪:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাজ্যের আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস। স্থানীয় সময় আজ শুক্রবার ঘণ্টায় ৯২ মাইল বেগে ঝড়টি আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। খবর বিবিসির।

ইতিমধ্যে লন্ডন এবং ইংল্যান্ডের পূর্ব ও দক্ষিণ-পূর্ব এলাকায় উচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে লাখো মানুষকে।

ঝড়ের সতর্কতা জারির পর স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে সব ধরনের ভ্রমণ বাতিল করেছে ট্রাভেল এজেন্সিগুলো।

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ডুডলির তাণ্ডবের এক সপ্তাহের মাথায় ঘূর্ণিঝড় ইউনিস আঘাত হানতে যাচ্ছে। ডেভন, কর্নওয়াল, সামারসেট ও সাউথ ওয়েলসের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লন্ডন এবং ইংল্যান্ডের পূর্ব ও দক্ষিণ-পূর্ব এলাকায়ও জারি হয়েছে উচ্চ বিপৎসংকেত।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে। যুক্তরাজ্যে আবহাওয়া দপ্তরের উচ্চ সতর্কতা জারির ঘটনা বিরল। ঘূর্ণিঝড়ের কারণে ঘরের ছাদ বাতাসে উড়ে যেতে পারে, গাছপালা শিকড়সহ উপড়ে পড়তে পারে এবং বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিজ নিজ ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। সম্ভব হলে গাছপালা ও দেয়াল থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউনিসকে গত তিন দশকে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে।