পোল্যান্ডে পৌঁছালো আরও ৮ এফ-১৫ যুদ্ধবিমান

  • Update Time : ১২:০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 176

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আরও আটটি এফ-১৫ যুদ্ধবিমান পোল্যান্ডে অবতরণ করেছে। টুইটারে দেওয়া পোস্টে পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মারিউস ব্লাসজ্যাকের টুইটে বলা হয়, আরও মার্কিন এফ-১৫ ফাইটার আজ লাস্কের ঘাঁটিতে অবতরণ করেছে। আটটি যুদ্ধবিমান গত সপ্তাহে পোল্যান্ডে পৌঁছানো যুদ্ধবিমানগুলোর সঙ্গে যুক্ত হবে।

গত সপ্তাহে দেশটিতে ঠিক কতটি এফ-১৫ অবতরণ করেছে সুনির্দিষ্ট করে অবশ্য সেই সংখ্যা জানাননি দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে ইউক্রেনে রুশ হামলার আশঙ্কার মধ্যেই দেশটি থেকে শরণার্থী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে পোল্যান্ড। পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি বলেছেন, তার দেশ এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, যে কোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। আকাশ থেকে বোমাবর্ষণ করে আক্রমণ শুরু হতে পারে। তবে মস্কো এই ধরনের অভিযোগকে ‘উস্কানিমূলক অনুমান’ হিসেবে আখ্যায়িত করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


পোল্যান্ডে পৌঁছালো আরও ৮ এফ-১৫ যুদ্ধবিমান

Update Time : ১২:০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আরও আটটি এফ-১৫ যুদ্ধবিমান পোল্যান্ডে অবতরণ করেছে। টুইটারে দেওয়া পোস্টে পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মারিউস ব্লাসজ্যাকের টুইটে বলা হয়, আরও মার্কিন এফ-১৫ ফাইটার আজ লাস্কের ঘাঁটিতে অবতরণ করেছে। আটটি যুদ্ধবিমান গত সপ্তাহে পোল্যান্ডে পৌঁছানো যুদ্ধবিমানগুলোর সঙ্গে যুক্ত হবে।

গত সপ্তাহে দেশটিতে ঠিক কতটি এফ-১৫ অবতরণ করেছে সুনির্দিষ্ট করে অবশ্য সেই সংখ্যা জানাননি দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে ইউক্রেনে রুশ হামলার আশঙ্কার মধ্যেই দেশটি থেকে শরণার্থী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে পোল্যান্ড। পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি বলেছেন, তার দেশ এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, যে কোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। আকাশ থেকে বোমাবর্ষণ করে আক্রমণ শুরু হতে পারে। তবে মস্কো এই ধরনের অভিযোগকে ‘উস্কানিমূলক অনুমান’ হিসেবে আখ্যায়িত করেছে।