পশ্চিমাদের সতর্ক বার্তা দিলো তুরস্ক

  • Update Time : ১০:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 155

আন্তর্জাতিক ডেস্কঃ 

ইউক্রেন পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোকে কোনো ধরনের আতঙ্ক ছড়াতে বারণ করেছে তুরস্ক। শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কেভুসোগ্লু এ আহ্বান করেন। এসময় তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোকে আরও সতর্ক হতে হবে।

ইউক্রেনে যেকোনো সময় হামলা করতে পারে রাশিয়া- যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী পশ্চিমা দেশগুলোর প্রতি এ আহ্বান জানালো।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক আদেশে তাদের দূতাবাস কর্মীসহ সব নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দেয়। এজন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দেশটি। পেন্টাগন বলছে, এরইমধ্যে দেড়শ সেনা প্রশিক্ষককে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, দুই দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। আর হামলার শুরু হতে পারে আকাশপথে। সুলিভান আরও জানান, ইউক্রেন সীমান্তে রুশ সেনা বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও।

কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এখনো তারা কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা কমানোর বিষয়ে মত দিয়েছেন বলেও নিশ্চিত করেন সুলিভান।

এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেন ইস্যুতে জল ঘোলা করছে পশ্চিমা দেশগুলো। তারা কিয়েভে হামলার পরিকল্পনার মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা তৎপরতার কারণ জানতে চেয়েছে কিয়েভ।

Tag :

Please Share This Post in Your Social Media


পশ্চিমাদের সতর্ক বার্তা দিলো তুরস্ক

Update Time : ১০:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ 

ইউক্রেন পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোকে কোনো ধরনের আতঙ্ক ছড়াতে বারণ করেছে তুরস্ক। শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কেভুসোগ্লু এ আহ্বান করেন। এসময় তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোকে আরও সতর্ক হতে হবে।

ইউক্রেনে যেকোনো সময় হামলা করতে পারে রাশিয়া- যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী পশ্চিমা দেশগুলোর প্রতি এ আহ্বান জানালো।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক আদেশে তাদের দূতাবাস কর্মীসহ সব নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দেয়। এজন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দেশটি। পেন্টাগন বলছে, এরইমধ্যে দেড়শ সেনা প্রশিক্ষককে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, দুই দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। আর হামলার শুরু হতে পারে আকাশপথে। সুলিভান আরও জানান, ইউক্রেন সীমান্তে রুশ সেনা বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও।

কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এখনো তারা কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা কমানোর বিষয়ে মত দিয়েছেন বলেও নিশ্চিত করেন সুলিভান।

এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেন ইস্যুতে জল ঘোলা করছে পশ্চিমা দেশগুলো। তারা কিয়েভে হামলার পরিকল্পনার মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা তৎপরতার কারণ জানতে চেয়েছে কিয়েভ।