চার মিনিটের মধ্যে করোনা শনাক্তের টিকা আবিষ্কার

  • Update Time : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 223

আন্তর্জাতিক ডেস্ক:

চার মিনিটের চেয়েও কম সময়ের মধ্যে পিসিআর টেস্টের মত করোনা পরীক্ষার শতভাগ নিখুঁত টিকা আবিষ্কারের দাবি করেছে চীনের একদল বিজ্ঞানী।

বিশ্বের সর্বত্র করোনা পরীক্ষায় পিসিআর টেস্টের ফলাফল সবচেয়ে নিখুঁত হিসেবে বিবেচনা করা হয়। তবে, পিসিআর টেস্টের ফলাফল সময়সাপেক্ষ।

সম্প্রতি এক গবেষণাপত্রে দেশটির ফুদান ইউনিভার্সিটির একদল গবেষক নতুন করোনা শনাক্তের টিকা আবিষ্কারের দাবি করেন। ইতোমধ্যে, তারা সাংহায়ে নিজেদের যন্ত্র দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৩ জন মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন। পাশাপাশি পিসিআর টেস্ট দিয়েও তাদের করোনা টেস্ট করা হয়। পরে দু’টোর ফলাফলই সমান পাওয়া যায়।

গবেষক দলের এক সদস্য জানান, এখনও পর্যন্ত তাদের যন্ত্রে কোনো ভুল ফল পাওয়া যায়নি।

চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তাদের উদ্ভাবিত যন্ত্রের সাহায্যে হাসপাতাল, বিমানবন্দর এবং এমনকি বাড়িতেও করোনা পরীক্ষা করা সম্ভব।

বিশ্বে চীন অন্যতম করোনা পরীক্ষা টিকা উৎপাদনকারী দেশ। গত ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের টিকা সরবরাহ করেছে। গত মাস থেকে টিকা উৎপাদনের পরিমাণ ১৪৪ ভাগ বৃদ্ধি করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


চার মিনিটের মধ্যে করোনা শনাক্তের টিকা আবিষ্কার

Update Time : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

চার মিনিটের চেয়েও কম সময়ের মধ্যে পিসিআর টেস্টের মত করোনা পরীক্ষার শতভাগ নিখুঁত টিকা আবিষ্কারের দাবি করেছে চীনের একদল বিজ্ঞানী।

বিশ্বের সর্বত্র করোনা পরীক্ষায় পিসিআর টেস্টের ফলাফল সবচেয়ে নিখুঁত হিসেবে বিবেচনা করা হয়। তবে, পিসিআর টেস্টের ফলাফল সময়সাপেক্ষ।

সম্প্রতি এক গবেষণাপত্রে দেশটির ফুদান ইউনিভার্সিটির একদল গবেষক নতুন করোনা শনাক্তের টিকা আবিষ্কারের দাবি করেন। ইতোমধ্যে, তারা সাংহায়ে নিজেদের যন্ত্র দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৩ জন মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন। পাশাপাশি পিসিআর টেস্ট দিয়েও তাদের করোনা টেস্ট করা হয়। পরে দু’টোর ফলাফলই সমান পাওয়া যায়।

গবেষক দলের এক সদস্য জানান, এখনও পর্যন্ত তাদের যন্ত্রে কোনো ভুল ফল পাওয়া যায়নি।

চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তাদের উদ্ভাবিত যন্ত্রের সাহায্যে হাসপাতাল, বিমানবন্দর এবং এমনকি বাড়িতেও করোনা পরীক্ষা করা সম্ভব।

বিশ্বে চীন অন্যতম করোনা পরীক্ষা টিকা উৎপাদনকারী দেশ। গত ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের টিকা সরবরাহ করেছে। গত মাস থেকে টিকা উৎপাদনের পরিমাণ ১৪৪ ভাগ বৃদ্ধি করেছে।