সিএনএন প্রধান জেফ জাকারের পদত্যাগ

  • Update Time : ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 119

আন্তর্জাতিক ডেস্কঃ

আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএনের বৈশ্বিক প্রধান জেফ জাকার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার সকালে তিনি পদত্যাগের কথা জানান যা অবিলম্বে কার্যকর হবে।

এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে সিএনএনের খবরে জানানো হয়েছে।

পদত্যাগ নিয়ে পাঠানো ইমেইলে তিনি লিখেছেন, ওই সম্পর্ক সম্প্রতি শুরু হয়। যখন শুরু হয় তখনই এটা বলা প্রয়োজন ছিল কিন্তু আমি তা করিনি। এটা ভুল ছিল। ফল হিসেবে আমি আজ পদত্যাগ করছি।

জাকার ওই ইমেইলে তার সহকর্মীর নাম উল্লেখ করেননি। তবে সিএনএনের খবরে তার নাম অ্যালিসন গলাস্ট বলে জানানো হয়। তারা দুই দশকেরও বেশি সময় একসঙ্গে কাজ করছেন।

তারা দুজনে আরেক সংবাদ মাধ্যম এনবিসিতে ১৯৯৮ সালে একসঙ্গে কাজ শুরু করেন। জাকার সিএনএনে আসার পর প্রথম গলাস্টকে নিয়ে আসেন। বর্তমানে তিনি চ্যানেলটির বিপণন বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

এক বিবৃতিতে গলাস্ট বলেছেন, আমরা প্রায় দুই দশক ধরে ভালো বন্ধু এবং সহকর্মী। তবে সম্প্রতি করোনার সময়ে আমাদের সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিয়েছে।

জাকার সিএনএন ছাড়লেও গলাস্ট তার পদে বহালই থাকছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সিএনএন প্রধান জেফ জাকারের পদত্যাগ

Update Time : ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএনের বৈশ্বিক প্রধান জেফ জাকার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার সকালে তিনি পদত্যাগের কথা জানান যা অবিলম্বে কার্যকর হবে।

এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে সিএনএনের খবরে জানানো হয়েছে।

পদত্যাগ নিয়ে পাঠানো ইমেইলে তিনি লিখেছেন, ওই সম্পর্ক সম্প্রতি শুরু হয়। যখন শুরু হয় তখনই এটা বলা প্রয়োজন ছিল কিন্তু আমি তা করিনি। এটা ভুল ছিল। ফল হিসেবে আমি আজ পদত্যাগ করছি।

জাকার ওই ইমেইলে তার সহকর্মীর নাম উল্লেখ করেননি। তবে সিএনএনের খবরে তার নাম অ্যালিসন গলাস্ট বলে জানানো হয়। তারা দুই দশকেরও বেশি সময় একসঙ্গে কাজ করছেন।

তারা দুজনে আরেক সংবাদ মাধ্যম এনবিসিতে ১৯৯৮ সালে একসঙ্গে কাজ শুরু করেন। জাকার সিএনএনে আসার পর প্রথম গলাস্টকে নিয়ে আসেন। বর্তমানে তিনি চ্যানেলটির বিপণন বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

এক বিবৃতিতে গলাস্ট বলেছেন, আমরা প্রায় দুই দশক ধরে ভালো বন্ধু এবং সহকর্মী। তবে সম্প্রতি করোনার সময়ে আমাদের সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিয়েছে।

জাকার সিএনএন ছাড়লেও গলাস্ট তার পদে বহালই থাকছেন।