হাওয়াইতে ১১০ একর জমি কিনেছেন মার্ক জাকারবার্গ

  • Update Time : ০৫:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • / 143

আন্তর্জাতিক ডেস্কঃ

হাওয়াইতে নতুন জমি কিনেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ জমিতে কৃষিকাজ, পশুপালন, বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন কাজ করা হবে। খবর এপি।

সম্পত্তির রেকর্ডে দেখা যায়, জাকারবার্গের কালোকো এলএলসি গত মাসে হাওয়াইয়ের কাওয়াইয়ে ১১০ একর জমি কিনেছে। যার দাম পড়েছে ১ কোটি ৭০ লাখ ডলার। এ জমির মধ্যে বেশ বড় অংশই জলাধার। যেগুলো ২০৬ সালের বন্যার সময় তলিয়ে গিয়েছিল। সে বন্যায় এ এলাকায় সাতজনের মৃত্যু হয়। মূলত টানা ৪০ দিন বৃষ্টির ফলে বাঁধের একটি অংশ ফেটে এ বন্যার সৃষ্টি হয়।

বাঁধটিতে রক্ষণাবেক্ষণ ত্রুটি ছিল ও এ দুর্ঘটনার জন্য জেমস ফ্লুয়েগারকে দায়ী করা হয়। এ ঘটনায় করা মামলায় সাত মাস কারাদণ্ডও ভোগ করেন তিনি। ২০১৭ সালে ৯১ বছর বয়সে তার মৃত্যু হয়। জানা গেছে, ফ্লুয়েগারের পরিবারের সদস্যদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কাছ থেকেই এসব জমি কিনেছেন মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান।

Tag :

Please Share This Post in Your Social Media


হাওয়াইতে ১১০ একর জমি কিনেছেন মার্ক জাকারবার্গ

Update Time : ০৫:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

হাওয়াইতে নতুন জমি কিনেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ জমিতে কৃষিকাজ, পশুপালন, বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন কাজ করা হবে। খবর এপি।

সম্পত্তির রেকর্ডে দেখা যায়, জাকারবার্গের কালোকো এলএলসি গত মাসে হাওয়াইয়ের কাওয়াইয়ে ১১০ একর জমি কিনেছে। যার দাম পড়েছে ১ কোটি ৭০ লাখ ডলার। এ জমির মধ্যে বেশ বড় অংশই জলাধার। যেগুলো ২০৬ সালের বন্যার সময় তলিয়ে গিয়েছিল। সে বন্যায় এ এলাকায় সাতজনের মৃত্যু হয়। মূলত টানা ৪০ দিন বৃষ্টির ফলে বাঁধের একটি অংশ ফেটে এ বন্যার সৃষ্টি হয়।

বাঁধটিতে রক্ষণাবেক্ষণ ত্রুটি ছিল ও এ দুর্ঘটনার জন্য জেমস ফ্লুয়েগারকে দায়ী করা হয়। এ ঘটনায় করা মামলায় সাত মাস কারাদণ্ডও ভোগ করেন তিনি। ২০১৭ সালে ৯১ বছর বয়সে তার মৃত্যু হয়। জানা গেছে, ফ্লুয়েগারের পরিবারের সদস্যদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কাছ থেকেই এসব জমি কিনেছেন মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান।