লিবিয়ায় দুই নৌকাডুবিতে ১৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • Update Time : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • / 132

আন্তর্জাতিক ডেস্কঃ

লিবিয়ায় পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় বহু অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির গণনায় এ সংখ্যা ১৬০ জনেরও বেশি। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ঘটা নৌকা ডুবির ঘটনায় ১০২ জন মারা গেছেন। শনিবার প্রাণ হারান ৬২ জন। সম্প্রতি এ তথ্য জানিয়েছে আইওএম।

সংস্থাটির মুখপাত্র সাফা মেসলি জানিয়েছেন, শুক্রবারের ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাত্রীবোঝাই নৌকাটি কাঠের তৈরি ছিল। শনিবার অবৈধ অভিবাসনপ্রত্যাশী বহন করা একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। জাহাজটি থেকে ৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সাফা মেসলি জানান, একই দিন লিবিয়ায় আরো একটি নৌকাডুবির ঘটনা ঘটে। দেশটির কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ২১০ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের কারো পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media


লিবিয়ায় দুই নৌকাডুবিতে ১৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Update Time : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

লিবিয়ায় পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় বহু অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির গণনায় এ সংখ্যা ১৬০ জনেরও বেশি। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ঘটা নৌকা ডুবির ঘটনায় ১০২ জন মারা গেছেন। শনিবার প্রাণ হারান ৬২ জন। সম্প্রতি এ তথ্য জানিয়েছে আইওএম।

সংস্থাটির মুখপাত্র সাফা মেসলি জানিয়েছেন, শুক্রবারের ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাত্রীবোঝাই নৌকাটি কাঠের তৈরি ছিল। শনিবার অবৈধ অভিবাসনপ্রত্যাশী বহন করা একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। জাহাজটি থেকে ৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সাফা মেসলি জানান, একই দিন লিবিয়ায় আরো একটি নৌকাডুবির ঘটনা ঘটে। দেশটির কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ২১০ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের কারো পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।