চিলিতে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছেন গ্যাব্রিয়েল বোরিক

  • Update Time : ০২:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / 154

আন্তর্জাতিক ডেস্কঃ

সাবেক বামপন্থী ছাত্র নেতা গ্যাব্রিয়েল বোরিক চিলির নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। গত রোববারে অনুষ্ঠিত ভোটে তিনি ডানপন্থী রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেন।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনে গ্যাব্রিয়েল বোরিক পেয়েছে ৫৬ শতাংশ ভোট। আর ৪৪ শতাংশ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাস্ত। নির্বাচনে জয়ের ফলে চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ রাজনৈতিক নেতা ও সরকার প্রধান হতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী গ্যাব্রিয়েল বোরিক। এরআগে এত কম বয়সে কেউ চিলির প্রেসিডেন্ট হননি।

বিদায়ী প্রেসিডেন্ট ও রক্ষণশীল বিলিয়নিয়ার সেবাস্টিয়ান পিনেরা এরইমধ্যে বোরিকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এবং সরকার গঠনের আহবান জানিয়েছেন। এসময় তিনি তিন মাসের অন্তবর্তীকালীন সময়ে তার সরকার বোরিককে পূর্ণ সহায়তা দেবে বলেও জানান।

জয়ের পর টেলিভিশন প্রতিক্রিয়ায় গ্যাব্রিয়েল বোরিক বলেন, আমি চিলির সকল নাগরিকের প্রেসিডেন্ট হতে চাই। দেশের মানুষের কল্যাণে সর্বস্ব দিয়ে সবধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।

নতুন প্রেসিডেন্ট হিসাবে গ্যাব্রিয়েল বোরিক দায়িত্ব নেবেন আগামী বছর মার্চে।

Tag :

Please Share This Post in Your Social Media


চিলিতে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছেন গ্যাব্রিয়েল বোরিক

Update Time : ০২:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

সাবেক বামপন্থী ছাত্র নেতা গ্যাব্রিয়েল বোরিক চিলির নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। গত রোববারে অনুষ্ঠিত ভোটে তিনি ডানপন্থী রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেন।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনে গ্যাব্রিয়েল বোরিক পেয়েছে ৫৬ শতাংশ ভোট। আর ৪৪ শতাংশ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাস্ত। নির্বাচনে জয়ের ফলে চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ রাজনৈতিক নেতা ও সরকার প্রধান হতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী গ্যাব্রিয়েল বোরিক। এরআগে এত কম বয়সে কেউ চিলির প্রেসিডেন্ট হননি।

বিদায়ী প্রেসিডেন্ট ও রক্ষণশীল বিলিয়নিয়ার সেবাস্টিয়ান পিনেরা এরইমধ্যে বোরিকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এবং সরকার গঠনের আহবান জানিয়েছেন। এসময় তিনি তিন মাসের অন্তবর্তীকালীন সময়ে তার সরকার বোরিককে পূর্ণ সহায়তা দেবে বলেও জানান।

জয়ের পর টেলিভিশন প্রতিক্রিয়ায় গ্যাব্রিয়েল বোরিক বলেন, আমি চিলির সকল নাগরিকের প্রেসিডেন্ট হতে চাই। দেশের মানুষের কল্যাণে সর্বস্ব দিয়ে সবধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।

নতুন প্রেসিডেন্ট হিসাবে গ্যাব্রিয়েল বোরিক দায়িত্ব নেবেন আগামী বছর মার্চে।