স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার অভিযোগে পিটিয়ে হত্যা

  • Update Time : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • / 132

আন্তর্জাতিক ডেস্কঃ 

ভারতের অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিয়মিত প্রার্থনার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে প্রার্থনার সময় ওই ব্যক্তি রেলিং টপকে ভেতরে প্রবেশ করে শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে রাখা তলোয়ার স্পর্শ করার চেষ্টা করেন। এসময় তাকে আটকে ঘটনাস্থলে উপস্থিত জনতা বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে মারা যান ওই ব্যক্তি।

পরে পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, কেন ওই ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, কোথা থেকে এসেছেন, কখন মন্দিরে প্রবেশ করেন এবং তার সঙ্গে আরও কেউ ছিল কিনা এসব বিষয় জানার জন্য সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তারা।

সূত্র: আনন্দবাজার

Tag :

Please Share This Post in Your Social Media


স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার অভিযোগে পিটিয়ে হত্যা

Update Time : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ 

ভারতের অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিয়মিত প্রার্থনার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে প্রার্থনার সময় ওই ব্যক্তি রেলিং টপকে ভেতরে প্রবেশ করে শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে রাখা তলোয়ার স্পর্শ করার চেষ্টা করেন। এসময় তাকে আটকে ঘটনাস্থলে উপস্থিত জনতা বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে মারা যান ওই ব্যক্তি।

পরে পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, কেন ওই ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, কোথা থেকে এসেছেন, কখন মন্দিরে প্রবেশ করেন এবং তার সঙ্গে আরও কেউ ছিল কিনা এসব বিষয় জানার জন্য সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তারা।

সূত্র: আনন্দবাজার