ওমিক্রন ঠেকাতে নেদারল্যান্ডসে কঠোর নিষেধাজ্ঞা জারি

  • Update Time : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • / 137

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। বড়দিন উৎসবকে সামনে রেখে ভাইরাসের এ ধরনটির সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

রোববার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার।

দেশটিতে সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিষেধ জারি করা ‘অপরিহার্য’ ছিল বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।

একই সঙ্গে তিনি দেশের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। বিশ্বের দেশে দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন।

এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত নতুন এ ধরনটি ৭৭টি দেশে ছড়িয়েছে। করোনার যেকোনো প্রজাতির চেয়ে এটি দ্রুত মানুষকে সংক্রমিত করছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব দেশকে সতর্ক হতে বলছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ওমিক্রন ঠেকাতে নেদারল্যান্ডসে কঠোর নিষেধাজ্ঞা জারি

Update Time : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। বড়দিন উৎসবকে সামনে রেখে ভাইরাসের এ ধরনটির সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

রোববার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার।

দেশটিতে সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিষেধ জারি করা ‘অপরিহার্য’ ছিল বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।

একই সঙ্গে তিনি দেশের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। বিশ্বের দেশে দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন।

এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত নতুন এ ধরনটি ৭৭টি দেশে ছড়িয়েছে। করোনার যেকোনো প্রজাতির চেয়ে এটি দ্রুত মানুষকে সংক্রমিত করছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব দেশকে সতর্ক হতে বলছেন।