ফের হ্যাকিংয়ের শিকার নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট

  • Update Time : ০২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • / 205

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট আবারো হ্যাকিংয়ের শিকার হয়েছে। গতকাল ক্রিপ্টো হ্যাকাররা নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে একটি বার্তা দেয়া হয় যাতে বলা হয়েছে- নরেন্দ্র মোদির দেশ বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং নাগরিকদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি বিতরণ করা হচ্ছে।

বিশ্বের যেসব ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারকে ব্যাপক মাত্রায় ব্যবহার করে থাকেন নরেন্দ্র মোদি তার অন্যতম এবং ফলোয়ারের সংখ্যা সাত কোটি ৩০ লাখ।

নরেন্দ্র মোদি যে টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন সেখানে একটি মেসেজ দেয়া হয় যে, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ৫০০ বিটকয়েন কিনেছে এবং তা দেশের সমস্ত নাগরিকের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই বার্তাটি মুছে দেয়া হয়।

নরেন্দ্র মোদির অফিস থেকে টুইটার বার্তায় জানানো হয় যে, খুব অল্প সময়ের জন্য তার একাউন্ট হ্যাক্‌ড ছিল এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ পুনরুদ্ধার হয়। আরো বলা হয়েছে- এই সময় যদি নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট থেকে কোনো টুইট বার্তা যায় তাহলে তা উপেক্ষা করতে হবে।

এ নিয়ে নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট দ্বিতীয় দফা হ্যাকিংয়ের শিকার হলো। গত বছরও তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। সে সময় করোনাভাইরাস মোকাবেলার জন্য নরেন্দ্র মোদির ভুয়া ত্রাণ তহবিলে অর্থ দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

ভারত সরকার যখন ক্রিপ্টোকারেন্সির লাগাম টেনে ধরার জন্য দেশটির সংসদে একটি আইন পাস করার প্রস্তুতি নিচ্ছে তখন নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই বার্তা দেয়া হলো। গত মাসে নরেন্দ্র মোদি বলেছিলেন, ক্রিপ্টোকারেন্সি তার দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক বারবার সতর্ক করেছে যে, ক্রিপ্টোকারেন্সি ম্যাক্রোইকোনমি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক উদ্বেগ সৃষ্টি করতে পারে।

সূত্রঃ পার্স টুডে

Tag :

Please Share This Post in Your Social Media


ফের হ্যাকিংয়ের শিকার নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট

Update Time : ০২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট আবারো হ্যাকিংয়ের শিকার হয়েছে। গতকাল ক্রিপ্টো হ্যাকাররা নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে একটি বার্তা দেয়া হয় যাতে বলা হয়েছে- নরেন্দ্র মোদির দেশ বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং নাগরিকদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি বিতরণ করা হচ্ছে।

বিশ্বের যেসব ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারকে ব্যাপক মাত্রায় ব্যবহার করে থাকেন নরেন্দ্র মোদি তার অন্যতম এবং ফলোয়ারের সংখ্যা সাত কোটি ৩০ লাখ।

নরেন্দ্র মোদি যে টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন সেখানে একটি মেসেজ দেয়া হয় যে, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ৫০০ বিটকয়েন কিনেছে এবং তা দেশের সমস্ত নাগরিকের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই বার্তাটি মুছে দেয়া হয়।

নরেন্দ্র মোদির অফিস থেকে টুইটার বার্তায় জানানো হয় যে, খুব অল্প সময়ের জন্য তার একাউন্ট হ্যাক্‌ড ছিল এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ পুনরুদ্ধার হয়। আরো বলা হয়েছে- এই সময় যদি নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট থেকে কোনো টুইট বার্তা যায় তাহলে তা উপেক্ষা করতে হবে।

এ নিয়ে নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট দ্বিতীয় দফা হ্যাকিংয়ের শিকার হলো। গত বছরও তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। সে সময় করোনাভাইরাস মোকাবেলার জন্য নরেন্দ্র মোদির ভুয়া ত্রাণ তহবিলে অর্থ দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

ভারত সরকার যখন ক্রিপ্টোকারেন্সির লাগাম টেনে ধরার জন্য দেশটির সংসদে একটি আইন পাস করার প্রস্তুতি নিচ্ছে তখন নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই বার্তা দেয়া হলো। গত মাসে নরেন্দ্র মোদি বলেছিলেন, ক্রিপ্টোকারেন্সি তার দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক বারবার সতর্ক করেছে যে, ক্রিপ্টোকারেন্সি ম্যাক্রোইকোনমি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক উদ্বেগ সৃষ্টি করতে পারে।

সূত্রঃ পার্স টুডে