ছয় দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব

  • Update Time : ০৪:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / 137

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতসহ ছয়টি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। নতুন এক বিজ্ঞপ্তিতে উপসাগরীয় দেশটি জানায়, ১ ডিসেম্বর থেকে এ নীতিমালা কার্যকর হতে যাচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

সম্প্রতি এক ঘোষণায় সৌদি আরবের বেসামরিক বিমান প্রশাসন (জিএসিএ) জানায়, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর ও ভারতের নাগরিকরা আকাশপথে সৌদি আরবে আগমন করতে পারবে। এক্ষেত্রে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন নীতিমালা মানতে হবে না। তবে ভ্যাকসিন কার্ড থাকা সত্ত্বেও এ নাগরিকদের পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

জিএসিএর বরাতে সৌদি প্রেস এজেন্সি জানায়, আগামী বুধবার থেকে এ নীতিমালা কার্যকর হতে যাচ্ছে।

৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে সাম্প্রতিক মাসগুলোতে করোনা সংক্রমণ কমে এসেছে। এজন্য করোনাসংক্রান্ত বিধিনিষিধ শিথিল করে অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের শীর্ষ অর্থনীতিটি।

গত অক্টোবরে ঘরের বাইরে ফেস মাস্ক পরার বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এবার ছয়টি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের সঙ্গে ভ্রমণে বিধিনিষেধ শিথিল করল তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


ছয় দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব

Update Time : ০৪:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতসহ ছয়টি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। নতুন এক বিজ্ঞপ্তিতে উপসাগরীয় দেশটি জানায়, ১ ডিসেম্বর থেকে এ নীতিমালা কার্যকর হতে যাচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

সম্প্রতি এক ঘোষণায় সৌদি আরবের বেসামরিক বিমান প্রশাসন (জিএসিএ) জানায়, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর ও ভারতের নাগরিকরা আকাশপথে সৌদি আরবে আগমন করতে পারবে। এক্ষেত্রে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন নীতিমালা মানতে হবে না। তবে ভ্যাকসিন কার্ড থাকা সত্ত্বেও এ নাগরিকদের পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

জিএসিএর বরাতে সৌদি প্রেস এজেন্সি জানায়, আগামী বুধবার থেকে এ নীতিমালা কার্যকর হতে যাচ্ছে।

৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে সাম্প্রতিক মাসগুলোতে করোনা সংক্রমণ কমে এসেছে। এজন্য করোনাসংক্রান্ত বিধিনিষিধ শিথিল করে অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের শীর্ষ অর্থনীতিটি।

গত অক্টোবরে ঘরের বাইরে ফেস মাস্ক পরার বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এবার ছয়টি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের সঙ্গে ভ্রমণে বিধিনিষেধ শিথিল করল তারা।