ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • Update Time : ০৯:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / 186

আন্তর্জাতিক ডেস্কঃ 

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ২৭ জন অভিবাসনপ্রত্যাশী নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় আজ বৃহস্পতিবার এ নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর আল জাজিরা এবং বিবিসি।

প্রথমে ইংলিশ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ৩১ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছিল ফ্রান্স। পরে মৃতের সংখ্যা সংশোধন করে ২৭ জন বলে নিশ্চিত করেছেন ফরাসি কর্মকর্তারা।

আলজাজিরা বলছে, ছোট ডিঙ্গি নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে ডুবে যায়। এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অন্যদিনের তুলনায় বুধবার যুক্তরাজ্য-ফ্রান্সকে বিভক্তকারী এই সাগরের পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। আর এর সুবিধা নিতেই অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে নৌকায় উঠে রওয়ানা হন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Update Time : ০৯:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ 

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ২৭ জন অভিবাসনপ্রত্যাশী নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় আজ বৃহস্পতিবার এ নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর আল জাজিরা এবং বিবিসি।

প্রথমে ইংলিশ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ৩১ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছিল ফ্রান্স। পরে মৃতের সংখ্যা সংশোধন করে ২৭ জন বলে নিশ্চিত করেছেন ফরাসি কর্মকর্তারা।

আলজাজিরা বলছে, ছোট ডিঙ্গি নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে ডুবে যায়। এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অন্যদিনের তুলনায় বুধবার যুক্তরাজ্য-ফ্রান্সকে বিভক্তকারী এই সাগরের পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। আর এর সুবিধা নিতেই অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে নৌকায় উঠে রওয়ানা হন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।