পাকিস্তানে হামলায় ২ পুলিশ নিহত, আহত ৬

  • Update Time : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • / 145

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তরাঞ্চলে হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। পাকিস্তানের স্থানীয় সশস্ত্র জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে দেশটির সরকারের এক মাসের অস্ত্রবিরতি চুক্তির পর শনিবার এই হামলা হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তের কাছে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে ওই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আক্রান্তস্থলের একটি জলাধারের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন পুলিশ সদস্যরা।

খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল সামাদ খান রয়টার্সকে বলেছেন, ‘শনিবার সকাল ১০টার দিকে আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।’

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পৃথক একটি হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু ও তিন নারী রয়েছে। কোয়েটার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আলী রাজা বলেন, ‌ওই এলাকায় পুলিশের একটি টহল লক্ষ্য করে মোটরসাইকেলে বিস্ফোরক রাখা হয়েছিল।

তালেবানের স্থানীয় একজন মুখপাত্র হামলার দায় অস্বীকার করেছেন। সশস্ত্র গোষ্ঠীটি অস্ত্ররিবতি চুক্তি মেনে চলবে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের স্থানীয় তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গত মাসে আফগানিস্তানের ক্ষমতায় আসা জঙ্গিগোষ্ঠী তালেবানের অনুসারী। ইসলামাবাদের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে ইসলামি শরীয়া আইনে ২২ কোটি মানুষের এই দেশ শাসনের লক্ষ্যে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে টিটিপি।

অতীতে বেশ কয়েক দফায় পাকিস্তানের সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। তবে সম্প্রতি আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরায় পাকিস্তান সরকার টিটিপির সঙ্গে আলোচনার পর অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছায়। আফগান তালেবানের নেতাদের সহায়তায় আফগানিস্তানের সীমান্ত অঞ্চলের কাছে উভয়পক্ষের প্রতিনিধিরা বৈঠক করে ওই চুক্তিতে পৌঁছান।

Tag :

Please Share This Post in Your Social Media


পাকিস্তানে হামলায় ২ পুলিশ নিহত, আহত ৬

Update Time : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তরাঞ্চলে হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। পাকিস্তানের স্থানীয় সশস্ত্র জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে দেশটির সরকারের এক মাসের অস্ত্রবিরতি চুক্তির পর শনিবার এই হামলা হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তের কাছে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে ওই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আক্রান্তস্থলের একটি জলাধারের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন পুলিশ সদস্যরা।

খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল সামাদ খান রয়টার্সকে বলেছেন, ‘শনিবার সকাল ১০টার দিকে আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।’

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পৃথক একটি হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু ও তিন নারী রয়েছে। কোয়েটার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আলী রাজা বলেন, ‌ওই এলাকায় পুলিশের একটি টহল লক্ষ্য করে মোটরসাইকেলে বিস্ফোরক রাখা হয়েছিল।

তালেবানের স্থানীয় একজন মুখপাত্র হামলার দায় অস্বীকার করেছেন। সশস্ত্র গোষ্ঠীটি অস্ত্ররিবতি চুক্তি মেনে চলবে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের স্থানীয় তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গত মাসে আফগানিস্তানের ক্ষমতায় আসা জঙ্গিগোষ্ঠী তালেবানের অনুসারী। ইসলামাবাদের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে ইসলামি শরীয়া আইনে ২২ কোটি মানুষের এই দেশ শাসনের লক্ষ্যে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে টিটিপি।

অতীতে বেশ কয়েক দফায় পাকিস্তানের সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। তবে সম্প্রতি আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরায় পাকিস্তান সরকার টিটিপির সঙ্গে আলোচনার পর অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছায়। আফগান তালেবানের নেতাদের সহায়তায় আফগানিস্তানের সীমান্ত অঞ্চলের কাছে উভয়পক্ষের প্রতিনিধিরা বৈঠক করে ওই চুক্তিতে পৌঁছান।