বৈশ্বিক চিপ নিরসন উন্নয়নে কাজ করবে ফোর্ড ও জিএম

  • Update Time : ০৩:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / 159

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

বৈশ্বিক চিপ সংকট মোকাবিলা, উৎপাদন ও এর সঙ্গে জড়িত প্রযুক্তির উন্নয়নে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোর্ড ও জেনারেল মোটরস (জিএম)। উৎপাদন কার্যক্রমের অংশ হিসেবে গ্লোবাল ফাউন্ড্রিজের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফোর্ড। এক ঘোষণায় প্রতিষ্ঠানটি এ কথা জানায়।

নন-বাইন্ডিং এ চুক্তিতে চিপ উৎপাদনের বিষয়ে খুব সামান্য কথা থাকলেও একটি বিষয়ের পরিকল্পনা পরিষ্কার। প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ভেতরেই চিপ উৎপাদন ও এর প্রযুক্তির উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে বিশ্বে চিপ সংকট চলমান। প্রথমে গাড়ি উৎপাদন শিল্প ক্ষতিগ্রস্ত হলেও ধীরে ধীরে তা ভোক্তা পণ্য, স্মার্টফোন ও কম্পিউটার শিল্পেও প্রভাব ফেলতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিকস প্রসেসিং ইউনিট, স্মার্টফোন, স্মার্টটিভিসহ বিবিধ ইলেকট্রনিক পণ্যের দাম বাড়তে শুরু করে।

চিপ উৎপাদনে নতুন কোনো কেন্দ্র স্থাপন না করার কথা উল্লেখ করে প্রতিষ্ঠান দুটি জানায়, বিশ্বের গাড়ি উৎপাদন শিল্পকে সহযোগিতার লক্ষ্যে তারা উন্নত প্রযুক্তিতে চিপ উৎপাদনের সম্ভাব্য সব পন্থার খোঁজ করবে। অন্য এক অনুষ্ঠানে জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক রিউস বলেন, নতুন চিপ উৎপাদনে আমরা কোয়ালকম, টিএসএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বৈশ্বিক চিপ নিরসন উন্নয়নে কাজ করবে ফোর্ড ও জিএম

Update Time : ০৩:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

বৈশ্বিক চিপ সংকট মোকাবিলা, উৎপাদন ও এর সঙ্গে জড়িত প্রযুক্তির উন্নয়নে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোর্ড ও জেনারেল মোটরস (জিএম)। উৎপাদন কার্যক্রমের অংশ হিসেবে গ্লোবাল ফাউন্ড্রিজের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফোর্ড। এক ঘোষণায় প্রতিষ্ঠানটি এ কথা জানায়।

নন-বাইন্ডিং এ চুক্তিতে চিপ উৎপাদনের বিষয়ে খুব সামান্য কথা থাকলেও একটি বিষয়ের পরিকল্পনা পরিষ্কার। প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ভেতরেই চিপ উৎপাদন ও এর প্রযুক্তির উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে বিশ্বে চিপ সংকট চলমান। প্রথমে গাড়ি উৎপাদন শিল্প ক্ষতিগ্রস্ত হলেও ধীরে ধীরে তা ভোক্তা পণ্য, স্মার্টফোন ও কম্পিউটার শিল্পেও প্রভাব ফেলতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিকস প্রসেসিং ইউনিট, স্মার্টফোন, স্মার্টটিভিসহ বিবিধ ইলেকট্রনিক পণ্যের দাম বাড়তে শুরু করে।

চিপ উৎপাদনে নতুন কোনো কেন্দ্র স্থাপন না করার কথা উল্লেখ করে প্রতিষ্ঠান দুটি জানায়, বিশ্বের গাড়ি উৎপাদন শিল্পকে সহযোগিতার লক্ষ্যে তারা উন্নত প্রযুক্তিতে চিপ উৎপাদনের সম্ভাব্য সব পন্থার খোঁজ করবে। অন্য এক অনুষ্ঠানে জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক রিউস বলেন, নতুন চিপ উৎপাদনে আমরা কোয়ালকম, টিএসএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে।