জেলে বসে জিতলেন কাশ্মীরের নেতা

  • Update Time : ১২:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 61

ভারতের লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজিপি জোট৷ যদিও সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে দেশটির কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ২৯২টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইনডিয়া’ পেয়েছে ২৩৪টি আসন। অন্যান্য দলগুলো পেয়েছে বাকি ১৭টি আসন।

মঙ্গলবার (৪ জুন) মধ্যরাতে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গত দুই বারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সবচেয়ে বেশি ২৪০টি আসন পেয়েছে। তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

এবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী। তবে সামনের সারির কেন্দ্রীয় মন্ত্রীদের বেশ কয়েকজন মুখ থুবড়ে পড়েছেন।

এদিকে ভারতের এক শিখ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচক হিসেবে পরিচিত কাশ্মীরী নেতা জেলে বসেই লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন৷

শিখ এই কাশ্মীরী নেতা নেতা অমৃতপাল সিংকে গতবছর পাঞ্জাবে এক মাসব্যাপী পুলিশি অভিযানের সময় গ্রেপ্তার করা হয়৷ ভারতের লোকসভা নির্বাচনে তিনি খাদুর সাহেব আসনে ২৬জনকে হারিয়ে জয়লাভ করেছেন৷ তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ১৭জন ছিলেন স্বতন্ত্রপ্রার্থী৷

অন্যদিকে মোদীর কট্টর সমালোচক হিসেবে পরিচিত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজনীতিবিদ শেখ আব্দুল রশীদ সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে হারিয়েছেন৷ ‘সন্ত্রাসবাদে অর্থায়ন’ এবং ‘মুদ্রা পাচারের’ দায়ে ২০১৯ সালে তাকে কারাবন্দি করেছিল মোদী সরকার৷

দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী ৫৪৩টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২ টি আসনে জয়ী হতে হবে৷

Tag :

Please Share This Post in Your Social Media


জেলে বসে জিতলেন কাশ্মীরের নেতা

Update Time : ১২:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজিপি জোট৷ যদিও সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে দেশটির কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ২৯২টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইনডিয়া’ পেয়েছে ২৩৪টি আসন। অন্যান্য দলগুলো পেয়েছে বাকি ১৭টি আসন।

মঙ্গলবার (৪ জুন) মধ্যরাতে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গত দুই বারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সবচেয়ে বেশি ২৪০টি আসন পেয়েছে। তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

এবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী। তবে সামনের সারির কেন্দ্রীয় মন্ত্রীদের বেশ কয়েকজন মুখ থুবড়ে পড়েছেন।

এদিকে ভারতের এক শিখ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচক হিসেবে পরিচিত কাশ্মীরী নেতা জেলে বসেই লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন৷

শিখ এই কাশ্মীরী নেতা নেতা অমৃতপাল সিংকে গতবছর পাঞ্জাবে এক মাসব্যাপী পুলিশি অভিযানের সময় গ্রেপ্তার করা হয়৷ ভারতের লোকসভা নির্বাচনে তিনি খাদুর সাহেব আসনে ২৬জনকে হারিয়ে জয়লাভ করেছেন৷ তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ১৭জন ছিলেন স্বতন্ত্রপ্রার্থী৷

অন্যদিকে মোদীর কট্টর সমালোচক হিসেবে পরিচিত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজনীতিবিদ শেখ আব্দুল রশীদ সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে হারিয়েছেন৷ ‘সন্ত্রাসবাদে অর্থায়ন’ এবং ‘মুদ্রা পাচারের’ দায়ে ২০১৯ সালে তাকে কারাবন্দি করেছিল মোদী সরকার৷

দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী ৫৪৩টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২ টি আসনে জয়ী হতে হবে৷