ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ১০

  • Update Time : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 66

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন জানায়, গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। এ সময় হামলাটি চালানো হয়।

একই দিনে (রোববার) গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন আহত করেছে।

ওয়াফা জানিয়েছে, ঘটনাস্থলে এখনবধি কোনো অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালেও নেওয়া যায়নি।

ওয়াফা আরও জানিয়েছে, রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ১০

Update Time : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন জানায়, গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। এ সময় হামলাটি চালানো হয়।

একই দিনে (রোববার) গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন আহত করেছে।

ওয়াফা জানিয়েছে, ঘটনাস্থলে এখনবধি কোনো অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালেও নেওয়া যায়নি।

ওয়াফা আরও জানিয়েছে, রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।