ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত

  • Update Time : ১২:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / 127

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সশস্ত্র সেনা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে মিশন চলাকালে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি মিশন চালানোর সময় মঙ্গলবার (২৯ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। পরের দিন বুধবার এ তথ্য জানায় সেনাবাহিনী। দেশটির সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের দাবি, নিহত ৬ ব্যক্তিই পাইলট ছিলেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এমআই-৮ সিরিজের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের বড় শহর বাখমুতে এ দুর্ঘটনা ঘটেছে। এ অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের পর সবচেয়ে বেশি হামলা হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টার দুটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনস্কা প্রাভদার বরাতে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, অজ্ঞাত পরিস্থিতিতে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তবে হেলিকপ্টার দুটি ভূপাতিত করা হয়েছে কিনা তা স্পষ্ট হওয়া যায়নি।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা বলেন, হেলিকপ্টারের ছয়জনই সামরিক কর্মকর্তা ছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media


ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত

Update Time : ১২:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সশস্ত্র সেনা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে মিশন চলাকালে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি মিশন চালানোর সময় মঙ্গলবার (২৯ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। পরের দিন বুধবার এ তথ্য জানায় সেনাবাহিনী। দেশটির সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের দাবি, নিহত ৬ ব্যক্তিই পাইলট ছিলেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এমআই-৮ সিরিজের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের বড় শহর বাখমুতে এ দুর্ঘটনা ঘটেছে। এ অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের পর সবচেয়ে বেশি হামলা হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টার দুটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনস্কা প্রাভদার বরাতে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, অজ্ঞাত পরিস্থিতিতে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তবে হেলিকপ্টার দুটি ভূপাতিত করা হয়েছে কিনা তা স্পষ্ট হওয়া যায়নি।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা বলেন, হেলিকপ্টারের ছয়জনই সামরিক কর্মকর্তা ছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।