ডেঙ্গুর টিকা আনছে ভারত

  • Update Time : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / 72

আন্তর্জাতিক ডেস্কঃ

ডেঙ্গুর টিকা আনছে ভারতপ্রাণঘাতী ডেঙ্গু রোগের প্রতিরোধে টিকা তৈরির কাজে হাত দিয়েছে ভারতের একটি ওষুধ প্রস্ততকারী কোম্পানি। আড়াই বছরের মধ্যে অর্থাৎ ২০২৬ সালে এই টিকা বাজারজাত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড ২০২৬ সালের জানুয়ারি মাসে তাদের তৈরি ভ্যাকসিন বাজারে নিয়ে আসার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে।

সংস্থাটির প্রধান কে আনন্দ কুমারকে উদ্ধৃত করে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে যে, কয়েকদিন আগেই ডেঙ্গুর টিকার প্রাথমিক ট্রায়াল শেষ হয়েছে। প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নিয়েছেন প্রায় ৯০ জন স্বেচ্ছাসেবী। যাদের সবার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।

কোম্পানিটির তরফ থেকে জানানা হয়েছে, টিকা নেওয়ার পর তাদের কারো দেহে বিরূপ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এটি শেষ হওয়ার পর কমপক্ষে আরও কয়েকটি ট্রায়াল চালানো হবে। কারণ, প্রথম ট্রায়ালে কোনো টিকার কার্যকারিতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব নয়।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের ট্রায়ালের পর আগামী কয়েকদিনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। মোট তিন পর্যায়ে এই ট্রায়াল চলবে।

মশাবাহিত ডেঙ্গু রোগে বাংলাদেশের পাশাপাশি ভারতেও বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ ১০ হাজার ২৪৪ জন। এর আগে এক বছরে এত রোগী দেখা যায়নি। এ বছর মৃত্যু হয়েছে ৫২৮জন, এর আগে এত মৃত্যুও বাংলাদেশ হয়নি।

এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু রোগের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভারতে ৩১ হাজার ৪৬৪ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ডেঙ্গুর টিকা আনছে ভারত

Update Time : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

ডেঙ্গুর টিকা আনছে ভারতপ্রাণঘাতী ডেঙ্গু রোগের প্রতিরোধে টিকা তৈরির কাজে হাত দিয়েছে ভারতের একটি ওষুধ প্রস্ততকারী কোম্পানি। আড়াই বছরের মধ্যে অর্থাৎ ২০২৬ সালে এই টিকা বাজারজাত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড ২০২৬ সালের জানুয়ারি মাসে তাদের তৈরি ভ্যাকসিন বাজারে নিয়ে আসার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে।

সংস্থাটির প্রধান কে আনন্দ কুমারকে উদ্ধৃত করে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে যে, কয়েকদিন আগেই ডেঙ্গুর টিকার প্রাথমিক ট্রায়াল শেষ হয়েছে। প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নিয়েছেন প্রায় ৯০ জন স্বেচ্ছাসেবী। যাদের সবার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।

কোম্পানিটির তরফ থেকে জানানা হয়েছে, টিকা নেওয়ার পর তাদের কারো দেহে বিরূপ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এটি শেষ হওয়ার পর কমপক্ষে আরও কয়েকটি ট্রায়াল চালানো হবে। কারণ, প্রথম ট্রায়ালে কোনো টিকার কার্যকারিতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব নয়।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের ট্রায়ালের পর আগামী কয়েকদিনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। মোট তিন পর্যায়ে এই ট্রায়াল চলবে।

মশাবাহিত ডেঙ্গু রোগে বাংলাদেশের পাশাপাশি ভারতেও বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ ১০ হাজার ২৪৪ জন। এর আগে এক বছরে এত রোগী দেখা যায়নি। এ বছর মৃত্যু হয়েছে ৫২৮জন, এর আগে এত মৃত্যুও বাংলাদেশ হয়নি।

এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু রোগের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভারতে ৩১ হাজার ৪৬৪ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।