গ্রেপ্তারের পর ছাড়া পেলেন ট্রাম্প

  • Update Time : ১১:২৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / 123

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্নসমার্পণ করেছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়ার ফুল্টন কাউন্টি কোর্টে আত্মসমার্পণের পর আদালত তাকে গ্রেপ্তার করেন। তবে এর কিছুক্ষণ পরই তিনি জামিন পেয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত সোমবার (২১ আগস্ট) তিনি আত্মসমার্পণের ঘোষণা দেন ট্রাম্প। এ সময় গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আদালত ট্রাম্পের আঙ্গুলের ছাপ ও মাগশট নিয়ে রেখেছে। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে প্রথম ট্রাম্পেরই মাগশট ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, আদালতে গ্রেপ্তারের পর মুচলেকা দিয়ে জামিন পান ট্রাম্প। তার মুচেলেকার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ডলার। এরপর তিনি জামিন পান। তবে আদালতে তাকে আবেদন করে পরবর্তী শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এর আগে ট্রাম্প চলতি বছরের এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার হয়েছিলেন।

আদালতে জামিন পেয়ে জর্জিয়া ফিরে যান ট্রাম্প। এ সময় তিনি এ প্রক্রিয়াকে ‘বিচারিক প্রতারণা’ বলে মন্তব্য করেন। এর আগে তিনি জর্জিয়ার এ মামলাকে নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক উদ্দেশে প্রণোদিত বলে মন্তব্য করেছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


গ্রেপ্তারের পর ছাড়া পেলেন ট্রাম্প

Update Time : ১১:২৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্নসমার্পণ করেছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়ার ফুল্টন কাউন্টি কোর্টে আত্মসমার্পণের পর আদালত তাকে গ্রেপ্তার করেন। তবে এর কিছুক্ষণ পরই তিনি জামিন পেয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত সোমবার (২১ আগস্ট) তিনি আত্মসমার্পণের ঘোষণা দেন ট্রাম্প। এ সময় গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আদালত ট্রাম্পের আঙ্গুলের ছাপ ও মাগশট নিয়ে রেখেছে। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে প্রথম ট্রাম্পেরই মাগশট ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, আদালতে গ্রেপ্তারের পর মুচলেকা দিয়ে জামিন পান ট্রাম্প। তার মুচেলেকার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ডলার। এরপর তিনি জামিন পান। তবে আদালতে তাকে আবেদন করে পরবর্তী শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এর আগে ট্রাম্প চলতি বছরের এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার হয়েছিলেন।

আদালতে জামিন পেয়ে জর্জিয়া ফিরে যান ট্রাম্প। এ সময় তিনি এ প্রক্রিয়াকে ‘বিচারিক প্রতারণা’ বলে মন্তব্য করেন। এর আগে তিনি জর্জিয়ার এ মামলাকে নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক উদ্দেশে প্রণোদিত বলে মন্তব্য করেছিলেন।