পাশাপাশি দাঁড়ালেন না মোদি-শি জিনপিং

  • Update Time : ০৪:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / 100

আন্তর্জাতিক ডেস্কঃ

জোহানেসবার্গের সম্মেলনে ব্রিকসকে সম্প্রসারণের পক্ষে কথা বলেছেন অংশগ্রহণকারী নেতারা। পশ্চিমাদের বিরুদ্ধে একে একটি পাল্টা ব্যবস্থা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

সম্মেলনে ব্রিকস নেতারা স্যান্ডটন কনভেনশন সেন্টারে উপস্থিত হন। তোলা হয় গ্রুপ ছবি। কিন্তু সেখানে সবার দৃষ্টি ছিল যে দুই নেতার ওপর তারা পাশাপাশি দাঁড়ালেন না। এই দুই নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে যোগ দেয়ার আগে তারা এই ছবির জন্য পোজ দেন। সবার দৃষ্টি এই দুই নেতার দিকে থাকলেও তারা দূরত্ব বজায় রেখে দাঁড়ান। তাদের মাঝে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ সময় ক্যামেরায় বার বার ক্লিক পড়তে থাকে।

ক্যামেরাবন্দি হন নরেন্দ্র মোদি, শি জিনপিং, রামাফোসা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। ওদিকে নেতাদের এমন ছবি প্রকাশ করেছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস।

Tag :

Please Share This Post in Your Social Media


পাশাপাশি দাঁড়ালেন না মোদি-শি জিনপিং

Update Time : ০৪:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

জোহানেসবার্গের সম্মেলনে ব্রিকসকে সম্প্রসারণের পক্ষে কথা বলেছেন অংশগ্রহণকারী নেতারা। পশ্চিমাদের বিরুদ্ধে একে একটি পাল্টা ব্যবস্থা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

সম্মেলনে ব্রিকস নেতারা স্যান্ডটন কনভেনশন সেন্টারে উপস্থিত হন। তোলা হয় গ্রুপ ছবি। কিন্তু সেখানে সবার দৃষ্টি ছিল যে দুই নেতার ওপর তারা পাশাপাশি দাঁড়ালেন না। এই দুই নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে যোগ দেয়ার আগে তারা এই ছবির জন্য পোজ দেন। সবার দৃষ্টি এই দুই নেতার দিকে থাকলেও তারা দূরত্ব বজায় রেখে দাঁড়ান। তাদের মাঝে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ সময় ক্যামেরায় বার বার ক্লিক পড়তে থাকে।

ক্যামেরাবন্দি হন নরেন্দ্র মোদি, শি জিনপিং, রামাফোসা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। ওদিকে নেতাদের এমন ছবি প্রকাশ করেছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস।