জাপানে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৮

  • Update Time : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • / 173

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জাহাজ থেকে চার ক্রুকে উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনও নিখোঁজ ১৮ জন। তাদেরকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে। খবর এএফপি’র।

মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চলছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুটি জাহাজ পথে রয়েছে।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। তবে জাহাজটি যেখানে অবস্থান করছিল সেখানে পৌঁছানো অনেকটা কঠিন ছিল।

জাহাজটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড।

Tag :

Please Share This Post in Your Social Media


জাপানে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৮

Update Time : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জাহাজ থেকে চার ক্রুকে উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনও নিখোঁজ ১৮ জন। তাদেরকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে। খবর এএফপি’র।

মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চলছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুটি জাহাজ পথে রয়েছে।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। তবে জাহাজটি যেখানে অবস্থান করছিল সেখানে পৌঁছানো অনেকটা কঠিন ছিল।

জাহাজটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড।