৭১ কে সেভেনটি ওয়ান বলা নিয়ে যা বললেন আরিফিন শুভ
- Update Time : ০১:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / 163
বিনোদন ডেস্কঃ
‘মিশন এক্সট্রিম’ ছবির প্রিমিয়ার শোতে মাথায় বঙ্গবন্ধু লেখা টুপি পরে আসেন ছবির নায়ক আরিফিন শুভ। ওই অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’ দেখার আহ্বান জানাতে গিয়ে সিনেপ্রেমীদের উদ্দেশে এ নায়ক বলেন, বাংলা ভাষা ও দেশের প্রতি ন্যুনতমপ্রেম থাকলে ছবিটি দেখবেন।
এ কথা বলতে গিয়ে মহান ৭১ কে সেভেনটি ওয়ান এবং ভাষা দিবসের সন ৫২ কে ফিফটি টু বলেন শুভ।
আর এতেই সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হন শুভ। ফেসবুকে সমালোচনার বন্যায় ডুবে গেছেন তিনি।
এসব সমালোচনার মধ্যেই এ ঘটনায় ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন আরিফিন শুভ।
নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে তিনি আত্মপক্ষ সমর্থন করে তাকে বক্তব্য দিতে দেখা গেছে।
ভিডিওবার্তায় শুভ ইংরেজিতে লেখা চিত্রনাট্য দেখিয়ে বলেন, ‘অনেক দিন ধরে সেভেনটি ওয়ান, ফোরটি এইট, ফিফটি টু, সিন থার্টি ওয়ান, থার্টি টু- ব্যাপারগুলো আমার সঙ্গে চলছে। একাত্তরকে সেভেনটি ওয়ান বলা যদি অপরাধ হয়, আমি ক্ষমা চাইছি। বায়ান্নকে ফিফটি টু বলাতে যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। কিন্তু বায়ান্নকে তেপান্ন তো বলিনি। বায়ান্নকে তো একান্ন তো বলিনি। একাত্তরকে তো ৭৩ বলিনি। আমার জীবনে এ মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে হয়তো সেভেনটি ওয়ান, ফিফটি টু বলেছি। কি অপরাধ করেছি? যদি অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।’
সবশেষে এ নায়কের আক্ষেপ, ‘আমি তো মানুষ, ভুল-ত্রুটি হতেই পারে। কিন্তু আজকে যেখানে হল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা একটু চেষ্টা করছি। সে চেষ্টাটা কেনো অনেকের ভালো লাগছে না?’
‘মিশন এক্সট্রিম’ ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এছবিতে আরিফিন শুভ অভিনয় করেছেন সাহসী এক পুলিশ অফিসারের চরিত্রে৷ তার বিপরীতে জান্নাতুল ফেরদৌস ঐশী, নাবিলা, সুমিত সেনগুপ্ত, তাসকিন রহমানসহ অনেক তারকা।