সুশান্ত সিংয়ের ৫ আত্মীয় নিহত, শোকস্তব্ধ পরিবার

  • Update Time : ০৩:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / 145

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পরিবার।এর মধ্যেই আবার শোকের পাহাড় ভেঙে পড়ল তার পরিবারের ওপর।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার ভোরে বিহারের লাখিসারাইতে এক দুর্ঘটনায় সুশান্তের ৫ আত্মীয় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সুশান্তের বড় জামাইবাবু, ওপি সিং-এর জামাইবাবু। এছাড়াও সুশান্তের দুই ভাগ্নের মৃত্যু হয়েছে বলে খবরে বলা হয়েছে।

বিহারের হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। সকাল সোয়া ৬টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন, সেখান থেকে অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনায় প্রাণ হারানো ৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে লালজিত সিং, ভাগিনা নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবীর নাম রয়েছে।

Please Share This Post in Your Social Media


সুশান্ত সিংয়ের ৫ আত্মীয় নিহত, শোকস্তব্ধ পরিবার

Update Time : ০৩:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পরিবার।এর মধ্যেই আবার শোকের পাহাড় ভেঙে পড়ল তার পরিবারের ওপর।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার ভোরে বিহারের লাখিসারাইতে এক দুর্ঘটনায় সুশান্তের ৫ আত্মীয় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সুশান্তের বড় জামাইবাবু, ওপি সিং-এর জামাইবাবু। এছাড়াও সুশান্তের দুই ভাগ্নের মৃত্যু হয়েছে বলে খবরে বলা হয়েছে।

বিহারের হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। সকাল সোয়া ৬টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন, সেখান থেকে অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনায় প্রাণ হারানো ৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে লালজিত সিং, ভাগিনা নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবীর নাম রয়েছে।