প্রণোদনা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি

  • Update Time : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 111

অনলাইন ডেস্ক

সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও ৫ শতাংশ প্রণোদনা বা ‘বিশেষ সুবিধা’ পাবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রণোদনা দেওয়ার বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এ বছরের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাইয়ে প্রাপ্য বেতনের ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

এর আগে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের বিশেষ সুবিধা বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।

ওই প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ব্যাপারে কিছু বলা ছিল না। তাই আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম বলেন, যেহেতু বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সরাসরি রাজস্ব খাত থেকে না হয়ে রাজস্ব খাতের অনুদান খাত থেকে হয় তাই তাদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারাও অন্যান্য সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বিশেষ সুবিধা পাবেন।

এমপিও হলো ‘মান্থলি পে-অর্ডার’ বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ দেওয়া হয়। এর বাইরে শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুবিধাও পান।

বর্তমানে এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ১৬৪টি। এসব প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক ও কর্মচারী এমপিওভুক্ত।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রণোদনা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি

Update Time : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

অনলাইন ডেস্ক

সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও ৫ শতাংশ প্রণোদনা বা ‘বিশেষ সুবিধা’ পাবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রণোদনা দেওয়ার বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এ বছরের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাইয়ে প্রাপ্য বেতনের ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

এর আগে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের বিশেষ সুবিধা বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।

ওই প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ব্যাপারে কিছু বলা ছিল না। তাই আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম বলেন, যেহেতু বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সরাসরি রাজস্ব খাত থেকে না হয়ে রাজস্ব খাতের অনুদান খাত থেকে হয় তাই তাদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারাও অন্যান্য সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বিশেষ সুবিধা পাবেন।

এমপিও হলো ‘মান্থলি পে-অর্ডার’ বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ দেওয়া হয়। এর বাইরে শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুবিধাও পান।

বর্তমানে এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ১৬৪টি। এসব প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক ও কর্মচারী এমপিওভুক্ত।