নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্রণী ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার প্রদান
- Update Time : ১২:২৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / 253
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে ১৯ আগস্ট ১০টি সেন্ট্রাল অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক মফিজ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
ব্যাংকের কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফি উদ্দিন আহম্মেদ, ব্যাংকের কুমিল্লা অঞ্চল প্রধান মো. আব্দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল প্রধান লক্ষণ চন্দ্র সিংহ, আইটি এন্ড এমআইএস ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান, নাসিরনগরের সহকারী কমিশনার ( ভূমি) মেহেদী হাসান খান শাওন প্রমুখ।