বুধবার দুপুরে, অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি। সভায় ১৩টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, টেলিকম খাতে তদারকি করতে ৭৭ কোটি ৬৫ লাখ টাকার সরঞ্জাম সরবরাহ ও স্থাপনের প্রস্তাবে সম্মতি দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া পদ্মা রেল সেতু প্রকল্পে চায়না রেলওয়ে গ্রুপের সাথে সই হওয়া বাণিজ্যিক চুক্তির কিছু ধারার পরিবর্তন হয়েছে। যার ফলে প্রকল্পের বেশ কিছু কাজ বাংলাদেশ সরকারকে বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণ বিষয়ে প্রশ্ন করলে, সদুত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী। তবে জানিয়েছেন, যারা টাকা পাচার করে, তাদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধ পরিকর সরকার।