ট্রাম্পের ঘোষণায় থামেনি যুদ্ধ, তবে কমেছে তেলের দাম

  • Update Time : ১১:০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 61

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কথা জানিয়েছেন। তবে যুদ্ধবিরতি কার্যকর না হলেও আন্তর্জাতিক বাজারে দাম দ্রুত কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ ডলারের কাছাকাছি এসেছে। এটি সোমবারের (২৩ জুন) ট্রেডিং সেশনে ৭ শতাংশ দরপতনের ধারাবাহিকতা। তেলের এই দাম ১২ জুনের চেয়েও কম, যেদিন গভীর রাতে ইসরায়েল প্রথম ইরানে হামলা চালায়।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমতে থাকায় এশিয়ার শেয়ারবাজারগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বগতি দেখা গেছে।

সোমবার (২৩ জুন) ইরান কাতারের দোহার উপকণ্ঠে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কিছু সময় পর প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ঘোষণা দেন যে, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তা ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে। ট্রাম্পের ঘোষণার পর থেকেই তেলের দাম কমতে থাকে।

তবে ইরান ট্রাম্পের এই ঘোষণাকে সরাসরি অস্বীকার করেছে। টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পাননি এবং তাদের এ ধরনের প্রস্তাবের প্রয়োজনও নেই। ইরানের আইআরজিসি জানায়, মার্কিন পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরান স্পষ্ট করে বলেছে, এই হামলা কাতার বা কাতারবাসীর বিরুদ্ধে নয়, বরং মার্কিন সামরিক ঘাঁটির ওপর চালানো প্রতিশোধমূলক পদক্ষেপ।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও আর হামলা চালাবে না।”

সব মিলিয়ে, যুদ্ধ থামেনি পুরোপুরি— তবু যুদ্ধবিরতির প্রত্যাশায় বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ট্রাম্পের ঘোষণায় থামেনি যুদ্ধ, তবে কমেছে তেলের দাম

Update Time : ১১:০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কথা জানিয়েছেন। তবে যুদ্ধবিরতি কার্যকর না হলেও আন্তর্জাতিক বাজারে দাম দ্রুত কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ ডলারের কাছাকাছি এসেছে। এটি সোমবারের (২৩ জুন) ট্রেডিং সেশনে ৭ শতাংশ দরপতনের ধারাবাহিকতা। তেলের এই দাম ১২ জুনের চেয়েও কম, যেদিন গভীর রাতে ইসরায়েল প্রথম ইরানে হামলা চালায়।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমতে থাকায় এশিয়ার শেয়ারবাজারগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বগতি দেখা গেছে।

সোমবার (২৩ জুন) ইরান কাতারের দোহার উপকণ্ঠে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কিছু সময় পর প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ঘোষণা দেন যে, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তা ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে। ট্রাম্পের ঘোষণার পর থেকেই তেলের দাম কমতে থাকে।

তবে ইরান ট্রাম্পের এই ঘোষণাকে সরাসরি অস্বীকার করেছে। টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পাননি এবং তাদের এ ধরনের প্রস্তাবের প্রয়োজনও নেই। ইরানের আইআরজিসি জানায়, মার্কিন পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরান স্পষ্ট করে বলেছে, এই হামলা কাতার বা কাতারবাসীর বিরুদ্ধে নয়, বরং মার্কিন সামরিক ঘাঁটির ওপর চালানো প্রতিশোধমূলক পদক্ষেপ।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও আর হামলা চালাবে না।”

সব মিলিয়ে, যুদ্ধ থামেনি পুরোপুরি— তবু যুদ্ধবিরতির প্রত্যাশায় বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।