সূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় চলছে লেনদেন

- Update Time : ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 48
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ১০ দিন ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ জুন) মূল্যসূচকের মিশ্রপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। কমছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১০ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৭ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।Stock market education
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯২ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টি কোম্পানির শেয়ারদর।