‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান’

  • Update Time : ১১:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 53

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০২ জুন (সোমবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-আশুলিয়া -এর আওতাধীন আহমেদ প্লাজা, কালিয়াকৈর বাসস্ট্যান্ড সংলগ্ন, গাজীপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন গ্রাহকের আনুমানিক ৭৪ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনুমানিক ১৫ ফুট লাইন পাইপ কিলিং ও ৪(চার) টি রেগুলেটর অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এছাড়া জমতলা মৌচাক এলকায় ২ ইঞ্চি বিতরন লাইনে, ২ ইঞ্চি লিক ক্লাম্প এর মাধ্যমে লিকেজ মেরামত করা হয়েছে।

একই দিন, আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর, জোবিঅ -জয়দেবপুর আওতাধীন মির্জাপুর, বাংলা বাজার রোড, রাজেন্দ্রপুর, গাজীপুর (ডেকর ওয়েট প্রসেসিং নামক শিল্প প্রতিষ্ঠান) এবং রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট, গাজীপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০২টি স্পটের ডেকর ওয়েট প্রসেসিং নামক শিল্প প্রতিষ্ঠান -এর ১টি আবাসিক সংযোগসহ শিল্প ও জেনারেটর রানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ১১০ মিটার লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এছাড়া, রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট এলাকায় আনুমানিক ২০ টি আবাসিক দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -সাভার আওতাধীন আকরান চৌরাস্তা, ধরেন্ডা, রাজাশন, সাভার এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০১টি স্পটে বিভিন্ন গ্রাহকের আনুমানিক ৪১টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ৮০,১৫৪/- টাকার মাসিক ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। অপর স্পটে আতিক এন্টারপ্রাইজ নামক বাণিজ্যিক কয়েল কারখানায় সনাক্তকৃত অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৪০ ফুট ১” সার্ভিস পাইপ অপসারণ করত: সোর্স পয়েন্ট হতে ৪র্থ বারের মতো বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে ৪৫,২৯৩/- টাকার মাসিক ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ০২ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৫টি শিল্প, ২১৪টি বাণিজ্যিক ও ৩৯,৫২৩টি আবাসিকসহ মোট ৩৯,৯৯২ টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৭,১২০টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৭৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান’

Update Time : ১১:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০২ জুন (সোমবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-আশুলিয়া -এর আওতাধীন আহমেদ প্লাজা, কালিয়াকৈর বাসস্ট্যান্ড সংলগ্ন, গাজীপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন গ্রাহকের আনুমানিক ৭৪ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনুমানিক ১৫ ফুট লাইন পাইপ কিলিং ও ৪(চার) টি রেগুলেটর অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এছাড়া জমতলা মৌচাক এলকায় ২ ইঞ্চি বিতরন লাইনে, ২ ইঞ্চি লিক ক্লাম্প এর মাধ্যমে লিকেজ মেরামত করা হয়েছে।

একই দিন, আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর, জোবিঅ -জয়দেবপুর আওতাধীন মির্জাপুর, বাংলা বাজার রোড, রাজেন্দ্রপুর, গাজীপুর (ডেকর ওয়েট প্রসেসিং নামক শিল্প প্রতিষ্ঠান) এবং রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট, গাজীপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০২টি স্পটের ডেকর ওয়েট প্রসেসিং নামক শিল্প প্রতিষ্ঠান -এর ১টি আবাসিক সংযোগসহ শিল্প ও জেনারেটর রানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ১১০ মিটার লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এছাড়া, রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট এলাকায় আনুমানিক ২০ টি আবাসিক দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -সাভার আওতাধীন আকরান চৌরাস্তা, ধরেন্ডা, রাজাশন, সাভার এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০১টি স্পটে বিভিন্ন গ্রাহকের আনুমানিক ৪১টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ৮০,১৫৪/- টাকার মাসিক ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। অপর স্পটে আতিক এন্টারপ্রাইজ নামক বাণিজ্যিক কয়েল কারখানায় সনাক্তকৃত অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৪০ ফুট ১” সার্ভিস পাইপ অপসারণ করত: সোর্স পয়েন্ট হতে ৪র্থ বারের মতো বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে ৪৫,২৯৩/- টাকার মাসিক ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ০২ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৫টি শিল্প, ২১৪টি বাণিজ্যিক ও ৩৯,৫২৩টি আবাসিকসহ মোট ৩৯,৯৯২ টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৭,১২০টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৭৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।