মেট্রোরেল স্টেশনে এনসিসি ব্যাংকের এটিএম-সিআরএম চালু সংক্রান্ত চুক্তি

- Update Time : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 43
নিজস্ব প্রতিবেদক:
এনসিসি ব্যাংক মেট্রোরেল এমআরটি-৬ লাইনের সকল স্টেশনে এটিএম-সিআরএম মেশিন চালু করবে। এনসিসি ব্যাংক পিএলসি এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের উপস্থিতিতে ডিএমটিসিএল এর কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবীর ও এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় ব্যাংকের ইভিপি মোহাম্মদ তারিকুল আমিন, এসভিপি ও হেড অব রিটেইল এন্ড ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিজনেস জোবায়ের মাহমুদ ফাহিম, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এনসিসি ব্যাংকসহ চুক্তি স্বাক্ষরকারী অন্যান্য ব্যাংককে এই ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এর ফলে মেট্রোরেলের যাত্রীদের জন্য একটি স্মার্ট ও ক্যাশলেশ পাবলিক ট্রান্সপোটেশন সিস্টেম তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, মেট্রোরেল ঢাকা মহানগরের শুধু যোগাযোগ ব্যবস্থাতেই আমূল পরিবর্তন আনেনি বরং একে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যও অনেক প্রসারিত হয়েছে। আগামীতে স্টেশনগুলোতে বিভিন্ন বিপণি-বিতান ও শপিংমল প্রতিষ্ঠার সুযোগ রয়েছে এবং সেগুলো করা হলে মেট্রোরেল স্টেশনগুলো সম্মিলিতভাবে একটা বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। ভবিষ্যতের এই সম্ভাবনাকে বিবেচনায় রেখে আজ বিভিন্ন ব্যাংক মেট্রোরেল স্টেশনগুলোতে তাদের এটিএম বুথ স্থাপন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে এখানে শুধু যাত্রীদের জন্যই না; এখানকার ব্যবসায়ীদের ও তাদের গ্রাহকদের জন্য অর্থ লেনদেন সহজ ও নিরাপদ করবে। তিনি আগামীতেও মেট্রোরেল ও সংশ্লিষ্ট সকলের যেকোনো ধরনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।