লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- Update Time : ০৩:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / 40
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৯ জুন) তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিমের ১৫ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজের আজ ১৫ কোটি ১৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ০৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজ্যুমার, সেন্ট্রাল ফার্মা, ইজেনারেশন, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা এবং বাটা সু লিমিটেড।