‘অর্থনৈতিক সংকট নিরসনে জি-২০ জোটের ভূমিকা গুরুত্বপূর্ণ’

  • Update Time : ০১:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 144

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিরসনে জি-২০ জোটকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

সোমবার ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ সম্মেলন অংশ নিয়ে এ আহ্বান জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে—এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। এই সংকট নিরসনে অবশ্যই আমাদের সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। যেখানে জি-২০ জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।
দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারসহ বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


‘অর্থনৈতিক সংকট নিরসনে জি-২০ জোটের ভূমিকা গুরুত্বপূর্ণ’

Update Time : ০১:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিরসনে জি-২০ জোটকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

সোমবার ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ সম্মেলন অংশ নিয়ে এ আহ্বান জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে—এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। এই সংকট নিরসনে অবশ্যই আমাদের সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। যেখানে জি-২০ জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।
দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারসহ বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছে।