আলুসহ সবজির দাম ঊর্ধ্বমুখী

  • Update Time : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / 90

নিজস্ব প্রতিবেদক

কাঁচা মরিচের ঝাঁঝের মধ্যে এবার আলুর দামে আঁচ লেগেছে। সপ্তাহের ব্যবধানে খুচরায় আলুর দাম প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি আলু ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। দেড় মাস আগে প্রতি কেজি আলু ছিল ৩০ টাকা। বাড়তি সব ধরনের সবজির দামও।

আর দাম উঠানামার মধ্যে রাজধানীর পাইকারি বাজারে এখনো প্রতি কেজি কাঁচামরিচ ৩১০ থেকে সাড়ে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

গত ২৫ জুন থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। আমদানি শুরুর পর একলাফে ১৬০ টাকা নেমে আসে। তবে আমদানি অব্যাহত থাকলেও দেশের বাজারে ওঠানামা করছে এর দাম।

এক দিনের ব্যবধানে মানভেদে কেজিতে ৩০ থেকে ১০০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৩০ টাকায়। আর বৃহস্পতিবার কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৩৬০ থেকে ৪০০ টাকায়।

এদিকে বর্ষার মৌসুমে অন্যান্য বছরের মতো এবার ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের সবজির দাম।

Tag :

Please Share This Post in Your Social Media


আলুসহ সবজির দাম ঊর্ধ্বমুখী

Update Time : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

কাঁচা মরিচের ঝাঁঝের মধ্যে এবার আলুর দামে আঁচ লেগেছে। সপ্তাহের ব্যবধানে খুচরায় আলুর দাম প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি আলু ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। দেড় মাস আগে প্রতি কেজি আলু ছিল ৩০ টাকা। বাড়তি সব ধরনের সবজির দামও।

আর দাম উঠানামার মধ্যে রাজধানীর পাইকারি বাজারে এখনো প্রতি কেজি কাঁচামরিচ ৩১০ থেকে সাড়ে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

গত ২৫ জুন থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। আমদানি শুরুর পর একলাফে ১৬০ টাকা নেমে আসে। তবে আমদানি অব্যাহত থাকলেও দেশের বাজারে ওঠানামা করছে এর দাম।

এক দিনের ব্যবধানে মানভেদে কেজিতে ৩০ থেকে ১০০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৩০ টাকায়। আর বৃহস্পতিবার কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৩৬০ থেকে ৪০০ টাকায়।

এদিকে বর্ষার মৌসুমে অন্যান্য বছরের মতো এবার ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের সবজির দাম।