নতুন মুদ্রনীতি ঘোষণা, বাড়লো সুদহার

  • Update Time : ০৮:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / 144

নিজস্ব প্রতিবেদকঃ

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক। এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ বৃদ্ধিতে চার নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করে মুদ্রনীতি ঘোষণা করা হয়েছে। এতে বহুল আলোচিত ৯ শতাংশ সুদহার সীমা তুলে দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এসময় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্তিত ছিলেন।

গভর্নর জানান, আগামী পহেলা জুলাই থেকে ব্যাংক ঋণে সুদহারের কোনো সীমা থাকছে না। কেন্দ্রীয় ব্যাংক যার নাম দিয়েছে, শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট (স্মার্ট)। এ ঋণে গ্রাহক পর্যায়ে সুদহার হবে ১০ শতাংশ।

তিনি জানান, রেমিট্যান্স, রপ্তানি আয়সহ সব ক্ষেত্রেই ব্যাংকগুলোকে ডলার বিক্রি করতে হবে এক দরে।

এসময় অন্য দেশের মতো বাংলাদেশও নেট রির্জাভ প্রকাশ করবে না উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থা মুডিসের রেটিং নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর।

মুডিসের রেটিং কমানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভূ-রাজনৈতিক কারণে আমাদের ঋণ মান কমিয়েছে মুডিস। ২০১২ সালে প্রথম তারা যখন রেটিং দিয়েছিল তখন দেশের রিজার্ভ ছিল অনেক কম। আমদানি, রপ্তানিসহ অর্থনীতির আকার এতো বড় ছিল না। সে তুলনায় এখনকার অবস্থা অনেক ভালো, অথচ মান কমিয়ে দিল। সুতরাং বিদেশি বিনিয়োগে এই রেটিংয়ের কোনো প্রভাব পড়বে না।

তিনি জানান, নতুন মুদ্রানীতিতে এসএমই ও কনজুমার ঋণের তদারকি বাবদ এক শতাংশ বাড়তি সুদ হার আরোপ করতে পারবে ব্যাংকগুলো।

গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান, বিশ্বব্যাপী বর্তমানে চার ধরনের লক্ষ্যমাত্রাভিত্তিক মুদ্রানীতি প্রচলিত আছে। সুদহার, মূল্যস্ফীতি, মুদ্রা সরবরাহ এবং বিনিময় হার টার্গেটিং। বাংলাদেশ ব্যাংক এতদিন ‘মূল্যস্ফীতি টার্গেটিং’ মুদ্রানীতি প্রণয়ন করে আসছিল। এবার ‘সুদহার টার্গেটিং’ মুদ্রানীতি ঘোষণা করা হ‌য়ে‌ছে। মুদ্রানীতিতে এটা কাঠামোগত পরিবর্তন বলা যায়।

মুদ্রানীতি ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান বলেন, এবারের মুদ্রানীতিতে রেপো ও রিভার্স রেপোর সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকে রেপো সুদহার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর রিভার্স রেপো ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।

সরকারি-বেসরকারি ঋণের যোগান এবং ব্যাংক খাতসহ দেশের বাজারে টাকার সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক নির্দেশনা দিতে মুদ্রানীতি ঘোষণা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

Please Share This Post in Your Social Media


নতুন মুদ্রনীতি ঘোষণা, বাড়লো সুদহার

Update Time : ০৮:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক। এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ বৃদ্ধিতে চার নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করে মুদ্রনীতি ঘোষণা করা হয়েছে। এতে বহুল আলোচিত ৯ শতাংশ সুদহার সীমা তুলে দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এসময় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্তিত ছিলেন।

গভর্নর জানান, আগামী পহেলা জুলাই থেকে ব্যাংক ঋণে সুদহারের কোনো সীমা থাকছে না। কেন্দ্রীয় ব্যাংক যার নাম দিয়েছে, শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট (স্মার্ট)। এ ঋণে গ্রাহক পর্যায়ে সুদহার হবে ১০ শতাংশ।

তিনি জানান, রেমিট্যান্স, রপ্তানি আয়সহ সব ক্ষেত্রেই ব্যাংকগুলোকে ডলার বিক্রি করতে হবে এক দরে।

এসময় অন্য দেশের মতো বাংলাদেশও নেট রির্জাভ প্রকাশ করবে না উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থা মুডিসের রেটিং নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর।

মুডিসের রেটিং কমানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভূ-রাজনৈতিক কারণে আমাদের ঋণ মান কমিয়েছে মুডিস। ২০১২ সালে প্রথম তারা যখন রেটিং দিয়েছিল তখন দেশের রিজার্ভ ছিল অনেক কম। আমদানি, রপ্তানিসহ অর্থনীতির আকার এতো বড় ছিল না। সে তুলনায় এখনকার অবস্থা অনেক ভালো, অথচ মান কমিয়ে দিল। সুতরাং বিদেশি বিনিয়োগে এই রেটিংয়ের কোনো প্রভাব পড়বে না।

তিনি জানান, নতুন মুদ্রানীতিতে এসএমই ও কনজুমার ঋণের তদারকি বাবদ এক শতাংশ বাড়তি সুদ হার আরোপ করতে পারবে ব্যাংকগুলো।

গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান, বিশ্বব্যাপী বর্তমানে চার ধরনের লক্ষ্যমাত্রাভিত্তিক মুদ্রানীতি প্রচলিত আছে। সুদহার, মূল্যস্ফীতি, মুদ্রা সরবরাহ এবং বিনিময় হার টার্গেটিং। বাংলাদেশ ব্যাংক এতদিন ‘মূল্যস্ফীতি টার্গেটিং’ মুদ্রানীতি প্রণয়ন করে আসছিল। এবার ‘সুদহার টার্গেটিং’ মুদ্রানীতি ঘোষণা করা হ‌য়ে‌ছে। মুদ্রানীতিতে এটা কাঠামোগত পরিবর্তন বলা যায়।

মুদ্রানীতি ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান বলেন, এবারের মুদ্রানীতিতে রেপো ও রিভার্স রেপোর সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকে রেপো সুদহার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর রিভার্স রেপো ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।

সরকারি-বেসরকারি ঋণের যোগান এবং ব্যাংক খাতসহ দেশের বাজারে টাকার সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক নির্দেশনা দিতে মুদ্রানীতি ঘোষণা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক।