যাত্রা শুরু করল আল হারামাইন সিকিউরিটিজ

  • Update Time : ১১:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 250

নিজস্ব প্রতিবেদক:

দুবাইভাত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আল-হারামাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে আত্মপ্রকাশ করল আল হারামাইন সিকিউরিটিজ।

বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রতিষ্ঠানটির ব্রোকারেজ হাউজটির উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান। আরো উপস্থিত ছিলেন আল হারামাইন সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ ওলিউর রহমান, উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুজ্জামান উজ্বল, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক রেলসচিব সেলিম রেজা, যমুনা গ্রুপের পরিচালক আব্দুল ওয়াদুদ প্রমুখ।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও ভালো। আমাদের দেশে কিছু লোক হুন্ডির মাধ্যমে টাকা আনছেন। আমাদের ফরেন এক্সচেঞ্জে কোনো সমস্যা নেই। ব্যাংকে গিয়ে টাকা পাননি এমন কেউ বলতে পারবেন না। ব্যাংকগুলো সুন্দরভাবে কাজ করছে। দিনদিন ব্যাংকিং সেক্টরগুলো আরো মজবুত হচ্ছে। ব্যাংকিং সেক্টর নিয়ে এত বলার কারণ হচ্ছে আমাদের অর্থনীতিতে কোনো অস্থিরতা নেই।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ার মার্কেটের ভূমিকা আরো বড় পরিসরে এগিয়ে নিতে নতুন নতুন বিষয় নিয়ে আসছি। দেশের মুদ্রাবাজার ও পুঁজিবাজার এখন যৌথভাবে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে পুঁজিবাজার বিশেষ অবদান রাখায় কমিশন গঠন করা হয়েছে। নতুন কমিশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। যার কারণে পুঁজিবাজারে অনেকেই নতুন করে আবার এসেছেন, অনেকে বিনিয়োগ করছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে সারাবিশ্বেই অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শেয়ারবাজারে লাভ লোকসান হবেই। শুধু লাভ হবে এটা ভেবে বিনিয়োগ করা যাবে না। আপনারা সবকিছু দেখে বিনিয়োগ করবেন। আর ধৈর্য্য ধরে থাকবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে বলা যায় বিশ্বের খুব কম রাষ্ট্রই ১০ বছর ধারাবাহিকভাবে অর্থনৈতিকভাবে এগিয়েছে। কিন্তু করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়াসহ বৈশ্বিক নানা কারণে অর্থনৈতিক চাপে রয়েছে। তবে বর্তমানে যে ব্যাংক খাত নিয়ে অস্থিরতা দেখা যাচ্ছে, মানুষের মধ্যে নেতিবাচক আলোচনা হচ্ছে তেমনটি হওয়ার কথা নয়, হবে না।

আল হারামাইন সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুজ্জামান উজ্বল বলেন, আল হারামাইন সিকিউরিটিস শেয়ার মার্কেটের সকল নিয়মনীতি মেনেই কাজ করবে।

Please Share This Post in Your Social Media


যাত্রা শুরু করল আল হারামাইন সিকিউরিটিজ

Update Time : ১১:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

দুবাইভাত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আল-হারামাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে আত্মপ্রকাশ করল আল হারামাইন সিকিউরিটিজ।

বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রতিষ্ঠানটির ব্রোকারেজ হাউজটির উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান। আরো উপস্থিত ছিলেন আল হারামাইন সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ ওলিউর রহমান, উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুজ্জামান উজ্বল, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক রেলসচিব সেলিম রেজা, যমুনা গ্রুপের পরিচালক আব্দুল ওয়াদুদ প্রমুখ।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও ভালো। আমাদের দেশে কিছু লোক হুন্ডির মাধ্যমে টাকা আনছেন। আমাদের ফরেন এক্সচেঞ্জে কোনো সমস্যা নেই। ব্যাংকে গিয়ে টাকা পাননি এমন কেউ বলতে পারবেন না। ব্যাংকগুলো সুন্দরভাবে কাজ করছে। দিনদিন ব্যাংকিং সেক্টরগুলো আরো মজবুত হচ্ছে। ব্যাংকিং সেক্টর নিয়ে এত বলার কারণ হচ্ছে আমাদের অর্থনীতিতে কোনো অস্থিরতা নেই।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ার মার্কেটের ভূমিকা আরো বড় পরিসরে এগিয়ে নিতে নতুন নতুন বিষয় নিয়ে আসছি। দেশের মুদ্রাবাজার ও পুঁজিবাজার এখন যৌথভাবে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে পুঁজিবাজার বিশেষ অবদান রাখায় কমিশন গঠন করা হয়েছে। নতুন কমিশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। যার কারণে পুঁজিবাজারে অনেকেই নতুন করে আবার এসেছেন, অনেকে বিনিয়োগ করছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে সারাবিশ্বেই অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শেয়ারবাজারে লাভ লোকসান হবেই। শুধু লাভ হবে এটা ভেবে বিনিয়োগ করা যাবে না। আপনারা সবকিছু দেখে বিনিয়োগ করবেন। আর ধৈর্য্য ধরে থাকবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে বলা যায় বিশ্বের খুব কম রাষ্ট্রই ১০ বছর ধারাবাহিকভাবে অর্থনৈতিকভাবে এগিয়েছে। কিন্তু করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়াসহ বৈশ্বিক নানা কারণে অর্থনৈতিক চাপে রয়েছে। তবে বর্তমানে যে ব্যাংক খাত নিয়ে অস্থিরতা দেখা যাচ্ছে, মানুষের মধ্যে নেতিবাচক আলোচনা হচ্ছে তেমনটি হওয়ার কথা নয়, হবে না।

আল হারামাইন সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুজ্জামান উজ্বল বলেন, আল হারামাইন সিকিউরিটিস শেয়ার মার্কেটের সকল নিয়মনীতি মেনেই কাজ করবে।