পোশাক শ্রমিকদের টিকা কার্যক্রমের তথ্য চেয়েছে বিজিএমইএ

  • Update Time : ১২:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 156

নিজস্ব প্রতিবেদকঃ

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের করোনা টিকার কার্যক্রমের তথ্য চেয়েছে সংগঠনটি। অতি দ্রুত কারখানায় কর্মরত সব শ্রমিকদের করোনার টিকা নেওয়ার বিস্তারিত তথ্য বিজিএমইএকে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাক্ষরিত চিঠিতে বলা হয়, আপনাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের করোনা টিকা কার্যক্রম সম্পন্ন হয়ে থাকলে তার তথ্য দ্রুত বিজিএমইএকে অবহিত করার অনুরোধ জানানো হলো।

চিঠিতে আরও বলা হয়, এখনও যে সব প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের করোনা টিকার কার্যক্রম সম্পন্ন করে নাই, সে সকল প্রতিষ্ঠানকে নিজ নিজ জেলায় অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করে অতি দ্রুত টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এ সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য বিজিএমইএর স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব হামিদুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, অধিকাংশ কারখানা শ্রমিকদের করোনার টিকা দেওয়া হয়েছে। এছাড়া তৈরি পোশাক খাতের কোনো শ্রমিক যেনো টিকার আওতার বাহিরে না থাকে সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag :

Please Share This Post in Your Social Media


পোশাক শ্রমিকদের টিকা কার্যক্রমের তথ্য চেয়েছে বিজিএমইএ

Update Time : ১২:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের করোনা টিকার কার্যক্রমের তথ্য চেয়েছে সংগঠনটি। অতি দ্রুত কারখানায় কর্মরত সব শ্রমিকদের করোনার টিকা নেওয়ার বিস্তারিত তথ্য বিজিএমইএকে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাক্ষরিত চিঠিতে বলা হয়, আপনাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের করোনা টিকা কার্যক্রম সম্পন্ন হয়ে থাকলে তার তথ্য দ্রুত বিজিএমইএকে অবহিত করার অনুরোধ জানানো হলো।

চিঠিতে আরও বলা হয়, এখনও যে সব প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের করোনা টিকার কার্যক্রম সম্পন্ন করে নাই, সে সকল প্রতিষ্ঠানকে নিজ নিজ জেলায় অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করে অতি দ্রুত টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এ সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য বিজিএমইএর স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব হামিদুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, অধিকাংশ কারখানা শ্রমিকদের করোনার টিকা দেওয়া হয়েছে। এছাড়া তৈরি পোশাক খাতের কোনো শ্রমিক যেনো টিকার আওতার বাহিরে না থাকে সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।