আমদানি কমায় হিলিতে বেড়েছে দেশীয় পেঁয়াজের চাহিদা

  • Update Time : ০৮:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / 164

জেলা প্রতিনিধিঃ

দেশে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি কমেছে। ফলে বেড়েছে দেশীয় পেঁয়াজের চাহিদা। এ কারণে দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও দেশীয় পেঁয়াজ যেখানে ২২ টাকা কেজি বিক্রি হয়েছিল, এখন তা বেড়ে ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। এগুলোর মধ্যে ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকা কেজি। আর বড় আকারের ২৮-৩০ টাকা কেজি দরে। কয়েক দিন ধরেই একই দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সুমন ইসলাম বলেন, বাজারে দেশীয় পেঁয়াজ ওঠার পরই মোকামগুলোয় ভারতীয় পেঁয়াজের চাহিদা কমতে শুরু করে। এ কারণে বন্দর দিয়ে পণ্যটির আমদানি কমিয়েছেন আমদানিকারকরা। তবে সীমিত পরিসরে বন্দর দিয়ে আমদানি অব্যাহত আছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও তা আগের তুলনায় কমেছে। আগে যেখানে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন সেখানে দু-তিন ট্রাক করে আমদানি হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


আমদানি কমায় হিলিতে বেড়েছে দেশীয় পেঁয়াজের চাহিদা

Update Time : ০৮:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

জেলা প্রতিনিধিঃ

দেশে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি কমেছে। ফলে বেড়েছে দেশীয় পেঁয়াজের চাহিদা। এ কারণে দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও দেশীয় পেঁয়াজ যেখানে ২২ টাকা কেজি বিক্রি হয়েছিল, এখন তা বেড়ে ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। এগুলোর মধ্যে ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকা কেজি। আর বড় আকারের ২৮-৩০ টাকা কেজি দরে। কয়েক দিন ধরেই একই দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সুমন ইসলাম বলেন, বাজারে দেশীয় পেঁয়াজ ওঠার পরই মোকামগুলোয় ভারতীয় পেঁয়াজের চাহিদা কমতে শুরু করে। এ কারণে বন্দর দিয়ে পণ্যটির আমদানি কমিয়েছেন আমদানিকারকরা। তবে সীমিত পরিসরে বন্দর দিয়ে আমদানি অব্যাহত আছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও তা আগের তুলনায় কমেছে। আগে যেখানে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন সেখানে দু-তিন ট্রাক করে আমদানি হচ্ছে।